× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৃথিবীর যেখানে যাই বলে তোমরা অসম্ভবকে সম্ভব করেছ : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪ ১৯:৫৮ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৪ ২০:২২ পিএম

বৃহস্পতিবার বিকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) দ্বীনি সেবা ফাউন্ডেশন আয়োজিত ‘আদর্শ সমাজ গঠনে সামাজিক সংগঠনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। প্রবা ফটো

বৃহস্পতিবার বিকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) দ্বীনি সেবা ফাউন্ডেশন আয়োজিত ‘আদর্শ সমাজ গঠনে সামাজিক সংগঠনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। প্রবা ফটো

দেশে জঙ্গি দমনে ক্ষমতাসীন সরকারের ভূমিকা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘দেশে জঙ্গিবাদের যে উত্থান হয়েছিল, সবাইকে সঙ্গে নিয়ে আমরা অল্প দিনের মধ্যে সে সংকট কাটিয়ে উঠেছি।’

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) দ্বীনি সেবা ফাউন্ডেশন আয়োজিত ‘আদর্শ সমাজ গঠনে সামাজিক সংগঠনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মুফতি মুহাম্মাদ আবুল বাশার নোমানির সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান ও সরকারি প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদকে সংবর্ধনা দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে জঙ্গির উত্থান হয়েছিল। আমরা দেখলাম এমন একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হলো। আমরা কী করব ভেবে সবাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছিলাম।’

তিনি আরও বলেন, ‘ধর্মমন্ত্রী সে সময় আপনাদের নিয়ে কাজ করেছেন। ইসলামে যে মানুষ হত্যার স্থান নেই, এ বিষয়ে তিনি আপনাদের দিয়ে জায়গায় জায়গায় সভা করেছেন। তখন আমরা সবাই এক হয়ে গিয়েছিলাম।’

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘জঙ্গিবিরোধী অভিযানে আমরা যতগুলো জঙ্গি ধরেছি এর একটাও মাদ্রাসার ছাত্র নয়। তারা সম্ভ্রান্ত পরিবারের ও অন্য ব্যাকগ্রাউন্ডের মানুষ। সে সময় আমরা সব ধর্মের ধর্মগুরুদের নিয়ে প্রতি বিভাগে সভা করলাম। খুব অল্প দিনের মধ্যে আমরা দেশকে সে জায়গা থেকে বাঁচিয়ে এনেছি। এখন পৃথিবীর যেখানে যাই, সবাই বলে তোমরা অসম্ভবকে সম্ভব করেছ।’

মন্ত্রী বলেন, ‘মুসলিমদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস... জ্ঞানে, বিজ্ঞানে মুসলিমরা ছিল অনন্য। আর আজ আমরা একে অপরের বিরুদ্ধে কুৎসা রটনা করি। আপনারা এখন সেই জায়গাটার কথা বলুন। যাতে আমরা আবার সেই জায়গাটাতে পৌঁছাতে পারি। আমরা সবাই যদি একত্রে থাকি তাহলে আমরা নিশ্চয়ই আমাদের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা