× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতীয় ‘একটি পণ্য’ বর্জন করলেই জাতি মুক্ত : গয়েশ্বর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪ ১৭:২৯ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৪ ১৭:৪৯ পিএম

‘মহান মুক্তিযুদ্ধে শহীদ জিয়াউর রহমানের ভূমিকা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রবা ফটো

‘মহান মুক্তিযুদ্ধে শহীদ জিয়াউর রহমানের ভূমিকা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রবা ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আজকে পণ্য বর্জনের কথা বলছি। একটা লেখা দেখলাম, ভারতের সবচেয়ে বড় পণ্য কী? শেখ হাসিনা। এটা বর্জন করলেই শেষ। বর্জন তো করছেনই এখন এটাকে ছুড়ে ফেলে দেন। এই একটা পণ্য (শেখ হাসিনার সরকার) বর্জন করলেই জাতি মুক্ত। আর সকল পণ্য বর্জন করার প্রয়োজন হয় না।’

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ‘অন্তরে মম শহীদ জিয়া’ সংগঠনের উদ্যোগে ‘মহান মুক্তিযুদ্ধে শহীদ জিয়াউর রহমানের ভূমিকা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশের মানুষের মুক্তির সংগ্রাম এখনও শেষ হয় নাই। প্রত্যেক দেশের মানুষের স্বাধীনতার সংগ্রাম কখনও শেষ হয় না। আমরা সেই মুক্তির সংগ্রামের কথা বলছি। আমরা মুক্ত নই। বেগম খালেদা জিয়া বন্দি আছেন… সেটাই একমাত্র না… সারা দেশটাকে আমরা মুক্ত অর্থাৎ জাতিকে মুক্ত করতে চাই।’

তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব প্রতিদিন নাটক করবেন, নানা ধরনের উচ্চ-বাচ্য করবেন। ভারত নিয়ে আপনিই তো ভেজালটা লাগাইলেন। কী বললেন? সারা বিশ্বের গণতান্ত্রিক দেশের লোক আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, ভারত যদি পাশে না থাকত এই নির্বাচন… ৭ তারিখে ডামি, স্বামী, সমকালীন নির্বাচন সম্পন্ন হইতে পারত না। এটা কি আমাদের দল থেকে কেউ বলছে না আপনি বলছেন?’

গয়েশ্বর বলেন, ‘আপনারা অনেকে জানেন না, যারা ভারতে যান চিকিৎসার জন্য, ভ্রমণের জন্য, তারা হয়তো জানতে পারেন। প্রতিদিন গড়ে ১০ হাজার ভিসার আবেদন জমা পড়ে। ৮০০ টাকা কইরা হলে ৮০ কোটি টাকা, মাসে ২ হাজার ২৪০ কোটি টাকা, বছরে তাহলে বুঝেন কত কোটি টাকা ওরা পাচ্ছে। একজন ভিসার জন্য আবেদন করলে ৮০০ টাকা জমা দেন। ভিসা না দিয়ে পাসপোর্ট ফেরত দিলেও ৮০০ টাকা থেকে যায়। ভিসা মানে কী? একজন মানুষ যখন বর্ডার ক্রস করবে প্রত্যেক দিন পাঁচ হাজার টাকা খরচ। চিকিৎসা খরচ আছে, ঔষধের খরচ আছে, আওনের সময়ে মার্কেটিং আছে। ওষুধ না কিনা আমাগো তো অভ্যাস খারাপ জিনিস কিনমু।’

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ যদি বলে যে, কালকে থেকে ভারতে যামু না। তখন হাসিনা দিল্লি তোমারে কইয়ে দেব যে, ‘যাও না, আর পারতেছি না গো, আমাগো বাঁচতে দাও, তোমারে রাখতে গিইয়া আমরা তো আর পারি না।’ ভারতের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে একবার হিসাব করছেন… করেন নাই।”

মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং তার প্রেক্ষাপট তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘‘জিয়াউর রহমান সরাসরি যুদ্ধের আহ্বান জানিয়েছেন…এটাই ইতিহাস। জিয়াকে বাদ দিয়ে ইতিহাস লেখা সম্ভব নয়। তার নামকে ভুলিয়ে দেওয়া যাবে না। মানুষের হৃদয়ের মধ্যেই জিয়ার নাম রয়েছে।”

২০১৪, ২০১৮ ও ১০ জানুয়ারির নির্বাচনে ভারতের ভূমিকা তুলে ধরে এর কঠোর সমালোচনা করেন গয়েশ্বর।

সংগঠনের উপদেষ্টা ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, রফিক শিকদার, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মুনির, ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রদলের রাজু আহমেদ, অন্তরে মম শহীদ জিয়া সংগঠনের শাহ আলম বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা