× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনীতিবিদ-কূটনীতিকদের সম্মানে এবি পার্টির ইফতার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪ ২২:৫৮ পিএম

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে গুলশানের হোটেল আমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে গুলশানের হোটেল আমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

রাজনীতিবিদ, কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে গুলশানের হোটেল আমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩০ মার্চ) আয়োজিত ইফতার মাহফিলে বিএনপিসহ ৭ জানুয়ারি নির্বাচন বর্জনকারী প্রায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুর সঞ্চালনায় ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক অ্যাড. তাজুল ইসলাম।

অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি মজিবুর রহমান দলের পক্ষ থেকে দেশের চলমান অগনতান্ত্রিক শাসন ব্যবস্থাকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবাধিকারের জন্য চরম হুমকি হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। গণতন্ত্রকামী বিশ্বের সাথে তাল মিলিয়ে শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সকল রাজনৈতিক পক্ষের একটি ঐক্যবদ্ধ নিয়মতান্ত্রিক আন্দোলনের উপরও গুরুত্বোরোপ করা হয়।

ইফতার মাহফিলে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আইআরআই প্রতিনিধিদলসহ বিভিন্ন দেশের কূটনীতিকগণ অংশ নেন।

রাজনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণফোরাম সাধারণ সম্পাদক অ্যাড. সুব্রত চৌধুরী, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান, গণ-অধিকার পরিষদের আহ্বায়ক কর্ণেল (অব.) মিয়া মশিউজ্জামান, সাবেক এমপি গোলাম মাওলা রনি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গনি, বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন নিজান, এনডিপি চেয়ারম্যান গোলাম মোর্ত্তুজা, বিএনপির শামা ওবায়েদ, ব্যারিস্টার রুমিন ফারহানা, গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন লে. জেনারেল (অব.) নাজিম উদ্দিন, সাবেক সচিব ইসমাঈল জবিউল্লাহ্, মেজর জেনারেল (অব.) এহতেশামুল হক, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, লে. কর্ণেল (অব.) দিদারুল আলম, লে. কর্ণেল (অব.) হেলাল উদ্দিন, লে. কর্ণেল (অব.) নাজিম উদ্দিন, মেজর (অব.) ইমরান, ড. দিলারা চৌধুরী, ডা. মোজাহেরুল হক, ব্রতী’র সিইও শারমিন মুরশিদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ড. রেজা কিবরিয়া, বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, ড. মামুন আহমেদ, অ্যাড. মহসীন রশীদ, অভিনেত্রী আরজুমান্দ আরা বকুল, রুবী আমাতুল্লাহ্, ড. আআম আরিফ বিল্লাহ, নাসিরুদ্দিন এলান, ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন, লেখক ও প্রকাশক সাঈদ বারী, প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ, সাংবাদিক এম আব্দুল্লাহ প্রমূখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা