× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতিসংঘে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অনুশীলন সর্বোত্তম : ইন্দিরা

নিউইর্য়ক (যুক্তরাষ্ট্র) প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১১:২৫ এএম

আপডেট : ০৮ মার্চ ২০২৩ ১৩:০২ পিএম

নিউইয়র্কে জাতিসংঘে মন্ত্রী পর্যায়ের এক গোলটেবিল বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। ছবি : সংগৃহীত

নিউইয়র্কে জাতিসংঘে মন্ত্রী পর্যায়ের এক গোলটেবিল বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। ছবি : সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে প্রযুক্তির ব্যবহারসহ অনেক ক্ষেত্রে বাংলাদেশের নারীরা ক্ষমতায়নে অগ্রগতি সাধন করেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

মঙ্গলবার (৭ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘে মন্ত্রী পর্যায়ের এক গোলটেবিল বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। জাতিসংঘে কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের ৬৭তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের বিভিন্ন নীতিমালা ও উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ সফলভাবে সম্পন্ন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ অভিযাত্রা শুরু করেছেন। এই নতুন অভিযানের আওতায় প্রযুক্তির সমর্থনে পরিচালিত হবে বাংলাদেশের সব অর্থনৈতিক কর্মকাণ্ড।’

তিনি বলেন, ‘বাংলাদেশের এই প্রযুক্তিনির্ভর উন্নয়নে অগ্রযাত্রায় নারীরা নিজেদের সম্পৃক্ত করার সমান সুযোগ পাবে, যা দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সহায়তা করবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশে প্রায় ৫ হাজার ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে অর্ধেকের বেশি নারী কর্মী নিয়োজিত রয়েছে। বাংলাদেশের পোশাক খাতে কর্মরত শ্রমিকের ৮০ শতাংশের বেশি নারী; যারা মোবাইলের মাধ্যমে তাদের মাসিক বেতন পেয়ে থাকে। বর্তমান সরকার আরেকটি প্রযুক্তিভিত্তিক প্রকল্প ‘ইনফো লেডি’ চালু করেছে; যার মাধ্যমে সারা দেশের প্রায় ১০.২৫ মিলিয়ন গ্রামীণ নারীর ক্ষমতায়ন সম্ভব হয়েছে।

এ ছাড়া নারীদের সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষার জন্য জয় নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে এবং দুটি সার্বক্ষণিক হটলাইন সার্ভিস ১০৯ ও ৯৯৯ প্রবর্তন করা হয়েছে।’

বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে আইসিটিতে নারীর অংশগ্রহণ ৩০ ও ২০৪১ সালের মধ্যে ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা প্রণয়ন করেছে। সরকারের এ লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী এসব লক্ষ্য অর্জনে জাতিসংঘ ও উন্নয়ন সহযোগীদের সহায়তা ও অংশীদারি কামনা করেন।

মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকের আগে প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়ার স্থায়ী মিশনের উদ্যোগে আয়োজিত ‘গেটিং ইট রাইট ফ্রম দ্য স্ট্যার্ট : এমপাওয়ারিং উইমেন ইন গ্রিন স্টিম থ্রো দি এডুকেশন পাইপলাইন’ শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় অংশ নেন।

‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’ জাতিসংঘের প্রধান বৈশ্বিক আন্তঃসরকারি সংস্থা; যা লিঙ্গসমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য বিশেষভাবে কাজ করে থাকে। এ কমিশনের ৬৭তম চলতি অধিবেশন ৬ মার্চ শুরু হয়েছে; যা ১৭ মার্চ পর্যন্ত চলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা