× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রমজান উপলক্ষে আমিরাতে ১০ হাজার পণ্যে মূল্যছাড়

ইউএই প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ১৯:০৭ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৩ ১৯:৪২ পিএম

সংযুক্ত আরব আমিরাতের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে রমজান উপলক্ষে মূল্যছাড় দেওয়া হয়েছে। প্রবা ফটো

সংযুক্ত আরব আমিরাতের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে রমজান উপলক্ষে মূল্যছাড় দেওয়া হয়েছে। প্রবা ফটো

রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যসামগ্রীতে প্রতিবারের মতো এবারও ছাড় ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার পণ্যের ওপর ছাড় দেওয়া হয়েছে। আমিরাতজুড়ে হাইপার মার্কেট ও সুপার মার্কেটগুলোতে শোভা পাচ্ছে ছাড়ের তালিকা।

যে পাঁচটি প্রতিষ্ঠান ছাড় দিয়েছে সেগুলো হলো, লুলু হাইপার মার্কেট, ইউনিয়ন কোপ, ক্যারেফোর, আল আদিল ট্রেডিং ও আল মায়া সুপার মার্কেট। এসব প্রতিষ্ঠান থেকে চাল, ডাল, তেলসহ হরেক পণ্য কিনতে পারবেন ক্রেতারা।

শুধু এসব প্রতিষ্ঠান নয়, রমজানকে ঘিরে দেশটিতে থাকা বাংলাদেশি মালিকানাধীন সুপার মার্কেটগুলোও নিচ্ছে প্রস্তুতি। ব্যবসায়ীরা বলছেন, বড় প্রতিষ্ঠানের পণ্যের দামের সঙ্গে সমন্বয় করে রমজানে তারাও নিজেদের ব্যবসা পরিচালনা করেন, রাখেন নানা পণ্যের ওপর বিশেষ ছাড়।  

রাস আল খাইমাহ প্রদেশের আল তাহাদি সুপার মার্কেটের স্বত্বাধিকারী মোহাম্মদ সোলায়মান বলেন, ‘রমজান উপলক্ষে আমাদের ব্যাপক প্রস্তুতি আছে। রোজায় খাদ্যপণ্যের দাম কমিয়ে আনা হবে। স্বাভাবিক সময়ে প্রতি সপ্তাহে আমাদের বিশেষ ছাড় থাকে, রমজানেও ছাড়ের পরিমাণ বৃদ্ধি করা হয়।’

মোরামকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজা মল্লিক বলেন, ‘আমিরাতে সরকারি একটি নীতিমালা আছে। বিশেষ করে কো-অপারেটিভের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোতে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়। তাদের দেখাদেখি অন্যান্য সুপার মার্কেট ও হাইপার মার্কেটগুলোও কাছাকাছি দামে পণ্যে ছাড় ঘোষণা করে।’

মূল্যছাড়ের এই বিশেষ ব্যবস্থা বাংলাদেশেও অনুসরণ করা দরকার বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা