× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমিরাতে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি পেয়ার, সাধারণ সম্পাদক ইব্রাহিম

ইউএই প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ১৮:৩৫ পিএম

সংযুক্ত আরব আমিরাতের প্রাদেশিক শহর রাস-আল-খাইমায় বঙ্গবন্ধু পরিষদের ত্রি-বার্ষিকী সম্মেলনে নেতাকর্মীরা। প্রবা ফটো

সংযুক্ত আরব আমিরাতের প্রাদেশিক শহর রাস-আল-খাইমায় বঙ্গবন্ধু পরিষদের ত্রি-বার্ষিকী সম্মেলনে নেতাকর্মীরা। প্রবা ফটো

সংযুক্ত আরব আমিরাতের প্রাদেশিক শহর রাস-আল-খাইমায় বঙ্গবন্ধু পরিষদের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মার্চ) স্থানীয় একটি হোটেলে বিপুল জনসমাগম ও সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে পেয়ার মোহাম্মদকে সভাপতি, মোহাম্মদ ইব্রাহিমকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ হোসেনুর রশীদকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ইউএইর প্রধান উপদেষ্টা আইয়ুব আলী বাবুল।

বক্তারা বলেন, ‘‌বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে স্বাধীনতার স্বপক্ষের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে।’

সম্মেলনে নেতাকর্মীরা সব ধরনের চক্রান্ত মোকাবিলা করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আহ্বান জানান।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হয় সম্মেলন। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোহাম্মদ আলী। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ রাস আল খাইমাহ কেন্দ্রীয় কমিটির বিদায়ী সভাপতি মো. জাহাঙ্গীর আলম।

এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ইউএই'র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কাউসার, বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাইফুদ্দিন আহমেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাহাড়তলী ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইউএই'র সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুবলীগ ইউএই'র সাধারণ সম্পাদক এস এম শফিকুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনসারুল হক আনসার, ইউএই শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুবোধ চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ রাস আল খাইমাহ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বাবু কাজল রায়, মোহাম্মদ ইব্রাহিম, জসিম উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা