× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমকামীদের পক্ষে দক্ষিণ কোরীয় আদালতের ঐতিহাসিক রায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫২ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২৫ পিএম

সরকারি সংস্থার বিরুদ্ধে আদালতে মামলা জিতেছে সমকামী দম্পতি। ছবি : সংগৃহীত

সরকারি সংস্থার বিরুদ্ধে আদালতে মামলা জিতেছে সমকামী দম্পতি। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো সমকামী দম্পতির অধিকারের পক্ষে রায় দিয়েছে দেশটির একটি আদালত।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এই রায় ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

একই সঙ্গে সংগঠনটি এক বার্তায় বলেছে, ‘এলজিবিটি সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্যের অবসান ঘটাতে এখনও অনেক পথ বাকি, তবে এই রায়ে আশা করা যায় যে কুসংস্কার কাটিয়ে ওঠা সম্ভব হবে।‘   

২০২১ সালে এক দম্পতির স্বাস্থ্যবীমা-সংক্রান্ত কাভারেজ দেয় দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল হেলথ ইনস্যুরেন্স সার্ভিস (এনএইচআইএস)। পরে যখন তারা জানতে পারে যে সেই দম্পতি আসলে সমকামী, তখন তারা দম্পতির একজন কিম ইয়ংমিনের স্বাস্থ্যবীমা বাতিল করে। কোরিয়াতে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। রাষ্ট্রের পাশাপাশি সমকামী দম্পতির সামাজিক স্বীকৃতিও দেশটিতে নেই।

কিন্তু সেই দম্পতি হাল না ছেড়ে আদালতের দ্বারস্থ হন এবং দীর্ঘ শুনানি শেষে প্রথমবারের মতো দেশটির কোনো আদালত সমকামী দম্পতির পক্ষে রায় দিয়েছে।

এর আগে, দম্পতি ২০১৯ সালেই এক বিবাহ সংবর্ধনার আয়োজন করে। যদিও সমকামী বিয়ে দক্ষিণ কোরিয়ায় বৈধ নয়। দেশটির অ্যাক্টিভিস্টরা বলছেন, এলজিবিটি অধিকারের ক্ষেত্রে এই রায় একটি বড় অগ্রগতি।

যদিও এই মামলার এখনও চূড়ান্ত মীমাংসা হয়নি। এনএইচআইএস এটিকে সুপ্রিম কোর্টে নিয়ে যাবে। সেখান থেকেই রায় হলে, এই দম্পতি তাদের অধিকার ফিরে পাবেন।   


সূত্র : বিবিসি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা