× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের নারী দিবস উদযাপন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১০:৪০ এএম

আপডেট : ০৯ মার্চ ২০২৩ ১৪:০৩ পিএম

দক্ষিণ সুদানে স্থানীয়দের সঙ্গে নারী দিবস উদযাপনের সময় বাংলাদেশি শান্তিরক্ষীরা। ছবি : সংগৃহীত

দক্ষিণ সুদানে স্থানীয়দের সঙ্গে নারী দিবস উদযাপনের সময় বাংলাদেশি শান্তিরক্ষীরা। ছবি : সংগৃহীত

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে দক্ষিণ সুদানে বাংলাদেশের শান্তিরক্ষীরা আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন করেছেন।

দক্ষিণ সুদানের ওয়াউ প্রদেশে নিয়োজিত ব্যানব্যাট-৬-এর উদ্যোগে বুধবার (৮ মার্চ) এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যানব্যাট-৬-এর সদস্য, ইউনাইটেড ন্যাশনস মিশন ইন দ্য রিপাবলিক অব সাউথ সুদান (আনমিস)-এর কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষ।

আনমিসে কর্মরত ও স্থানীয় নারীদের নিয়ে র‌্যালি, আলোচনা সভা ও স্থানীয় নারীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। বাংলাদেশ শান্তিরক্ষীদের এ উদ্যোগ স্থানীয়দের মাঝে বিশেষভাবে সমাদৃত হয়েছে।

অনুষ্ঠানে ওয়েস্টার্ন বাহার আল গজলের গভর্নর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও ছিলেন দক্ষিণ সুদানের জেন্ডার চাইল্ড ও সোশ্যালল ওয়েলফেয়ার মন্ত্রী, প্রাইমারি হেলথ সার্ভিসেসের ডিজি, আনমিসের হেড অব অফিস, সাউথ-ওয়েস্ট সেক্টরের সেক্টর কমান্ডার, ব্যানব্যাট-৬-এর কন্টিনজেন্ট কমান্ডারসহ আনমিস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা নারী-পুরুষ একত্রে ‘এমব্রেস ইকুইটি’ মন্ত্রে উজ্জীবিত হয়ে ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা