× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানুষের ভালোবাসায় সিক্ত ট্রান্সজেন্ডার রানী ও উর্মি

রংপুর অফিস ও গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ০১:২১ এএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ০২:১৮ এএম

উর্মি ভান্ডারী ও আনোয়ারা ইসলাম রানী। প্রবা ফটো

উর্মি ভান্ডারী ও আনোয়ারা ইসলাম রানী। প্রবা ফটো

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রান্সজেন্ডার দুজন অংশগ্রহণ করেন। তারা হলেন রংপুর-৩ আসনে ঈগল প্রতীকের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী ও গাজীপুর- ৫ আসনে থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) একতারা প্রতীকের প্রার্থী উর্মি ভান্ডারী। নির্বাচনে জয়ী হতে না পারলেও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তারা। 

রবিবার (৭ জানুয়ারি) বেসরকারি ফলাফলে দেখা যায়, রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনের ১৭৫টি কেন্দ্রের আনোয়ারা ইসলাম রানী পেয়েছেন ২৩ হাজার ৩২৬ ভোট। তারা নিকটতম প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান ও লাঙ্গল প্রতীকের প্রার্থী জিএম কাদের ৮১ হাজার ৮৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

অন্যদিকে গাজীপুর-৫ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী উর্মি ভান্ডারী ভোট পেয়েছেন ১ হাজার ৯৬টি। এ আসনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আখতারুজ্জামান। তিনি পেয়েছেন ৬২ হাজার ৯৪০ ভোট। 

রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি ভোটকেন্দ্রে। জাল ভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা