× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিখ্যাতদের রাশি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ২২:১৭ পিএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২ ২২:৩১ পিএম

বিখ্যাতদের রাশি

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

চার্লি চ্যাপলিন, আকরা কুরোশোভা, সুচিত্রা সেন, ওস্তাদ আলী আকবর খান, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, রোনালদিনহো, সাকিব আল হাসান, স্টিফেন ফ্লেমিং, ড. কামাল হোসেন, রবার্ট ফ্রস্ট, অ্যাডলফ হিটলার, মোজাফ্ফর আহমদ, আফজাল হোসেন, নাসির উদ্দীন ইউসুফ, লুৎফর রহমান রিটন, হাশেম খান।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

কার্ল মার্কস, লেনিন, জন স্টুয়ার্ট মিল, ইমানুয়েল কান্ট, এডওয়ার্ড গিবন, শেক্সপিয়র, দান্তে, বালজাক, সালভাদর দালি, অড্রে হেপবার্ন, ওমর খৈয়াম, রানী দ্বিতীয় এলিজাবেথ, ফজলে হাসান আবেদ, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, মানিক বন্দ্যোপাধ্যায়, সিদ্দিকা কবীর, লিওনার্দো দ্য ভিঞ্চি, জাহানারা ইমাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্যজিৎ রায়, হুমায়ুন আজাদ, মোস্তফা সরয়ার ফারুকী।

মিথুন (২২ মে-২১ জুন)

কাজী নজরুল ইসলাম, চে গুয়েভারা, মেরিলিন মনরো, রানী ভিক্টোরিয়া, রাজা রামমোহন রায়, নিকোল কিডম্যান, ইয়েটস, আর্থার কোনান ডয়েল, টমাস হার্ডি, এরিখ সেগাল, জন এফ কেনেডি, হেনরি কিসিঞ্জার, কবি ফররুখ আহমেদ, কবরী, শাবানা, নির্মলেন্দু গুণ, মুনতাসীর মামুন, হুমায়ুন ফরীদি, কুমার বিশ্বজিৎ, ফেরদৌস, হেমন্ত মুখোপাধ্যায়, ফেরদৌসী মজুমদার।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

প্রিন্সেস ডায়ানা, বেগম সুফিয়া কামাল, পাবলো নেরুদা, ড. মুহম্মদ শহীদুল্লাহ, আর্নেস্ট হেমিংওয়ে, জ্যাক রুশো, হেলেন কেলার, জেরাল্ড ফোর্ড, বেনিতে মুসোলিনি, আশুতোষ মুখোপাধ্যায়, লর্ড কেলভিন, জুলিয়াস সিজার, ড. মুহাম্মদ ইউনূস, কাজী আনোয়ার হোসেন, আল মাহমুদ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সিরাজুল ইসলাম চৌধুরী।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

ফিদেল কাস্ট্রো, জর্জ বার্নার্ড শ, নেপোলিয়ান বোনাপার্ট, পিবি শেলি, আলফ্রেড টেনিসন, ম্যাডোনা, নিল আর্মস্ট্রং, মোঁপাসা, বারাক ওবামা, প্রেমচাঁদ, অলিভার রাইট, ওয়াল্টার স্কট, বৈজয়ন্তীমালা, বালগঙ্গাধর তিলক, সেলিম আল দীন, আব্দুল্লাহ আবু সায়ীদ, জহির রায়হান, মুর্তজা বশীর, যতীন সরকার, ড. মোতাহের হোসেন, জেনিফার লোপেজ, মির্জা ফখরুল ইসলাম, আইয়ুব বাচ্চু, জয়া আহসান।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সোফিয়া লরেন, ও’হেনরি, লিও তলস্তয়, উত্তম কুমার, সৈয়দ মুজতবা আলী, রানী প্রথম এলিজাবেথ, চেঙ্গিস খান, ডি এইচ লরেন্স, এইচ জি ওয়েলস, আগাথা ক্রিস্টি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জেনারেল ওসমানী, সাবিনা ইয়াসমিন, আনু মুহাম্মদ, ইমদাদুল হক মিলন, উত্তম কুমার, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সৈয়দ মুজতবা আলী, মুস্তাফা মনোয়ার। 

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

আলফ্রেড নোবেল, জিমি কার্টার, জন লেলন, মহাত্মা গান্ধী, অস্কার ওয়াইল্ড, মার্গারেট থেচার, টিএস এলিয়ট, ফ্রেডরিখ নিটশে, এফ স্কট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জ্যাক এন্ডারসন, ডি ভেলেরা, রবার্ট ক্লাইভ, সারাহ বার্নার্ড, রিটা হেওয়ার্থ, হুমায়ূন আহমেদ, হাবিব, স্যামসন এইচ চৌধুরী, সৈয়দ আবুল মকসুদ, জেমস, জাহিদ হাসান।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, ক্যাথরিন হেপবার্ন, পাবলো পিকাসো, থিওডর রুজভেল্ট ভলতেয়ার, ফিওদর দস্তয়ভস্কি, আঁদ্রে মালরো, জন কিটস, মাদাম কুরি, হিলারি ক্লিনটন, লিওনার্দো ডি ক্যাপ্রিও, শামসুর রাহমান, জামিলুর রেজা চৌধুরী, আতাউস সামাদ, ব্যারিস্টার রফিকুল হক, রুনা লায়লা, আলী যাকের, আসাদুজ্জামান নূর।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

টিপু সুলতান, দিলীপ কুমার, ওয়াল্ট ডিজনি, জগদীশ চন্দ্র বসু, মওলানা ভাসানী, উইনস্টন চার্চিল, হাইনরিখ হাইনে, জোনাথন সুইফট, টমাস কার্লাইল, জন মিল্টন, কিটোফেন, ওয়ারেন হেস্টিংস, ব্রেজনেভ, মুনীর চৌধুরী, রফিকুন নবী, ড. আতাউর রহমান, সেলিনা হোসেন, সুবীর নন্দী, শাবনুর, কামরুল হাসান, এনামুল করিম নির্ঝর।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

মোহাম্মদ আলী, জোয়ান অব আর্ক, লুই পাস্তুর, মাও সেতুং, আইজাক নিউটন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন কেপলার, আন্তন চেখভ, হেনরিখ ব্যোল, মার্টিন লুথার কিং, যোসেফ স্ট্যালিন, জয়নুল আবেদিন, স্টিফেন হকিং, সৈয়দ শামসুল হক, মুহম্মদ জাফর ইকবাল, সৈয়দ মনজুরুল ইসলাম, ধ্রুব এষ, জসিমউদদীন, রাবেয়া খাতুন, পার্থপ্রতিম মজুমদার, রেজওয়ানা চৌধুরী বন্যা। 

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

মোৎসার্ট, আব্রাহাম লিঙ্কন, লর্ড বায়রন, চার্লস ডারউইন, সুভাষ বসু, গ্যালিলিও, টমাস আলভা এডিসন, ফ্রান্সিস বেকন, চার্লস ডিকেন্স, জর্জ অরওয়েল, তিতুমীর, এডউইন অলড্রিন, শওকত আলী, সুলতানা কামাল, হাসান আজিজুল হক, রফিক আজাদ, আনিসুজ্জামান, মাইকেল মধুসূদন দত্ত, কবীর চৌধুরী, স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, রফিক আজাদ, রাজ্জাক।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জর্জ ওয়াশিংটন, আলবার্ট আইনস্টাইন, এলিজাবেথ টেইলর, ভিক্টর হুগো, মাইকেল অ্যাঞ্জেলা, শোপেন হাওয়ার, হেনরিক ইবসেন, জন স্টেইনবেক, আলেকজান্ডার গ্রাহাম বেল, এডওয়ার্ড কেনেডি, ববি ফিশার, ইউরি গ্যাগারিন, এ বি এম মূসা, কাইয়ুম চৌধুরী, গোলাম মুস্তাফা, আনিসুল হক, ফেরদৌসী প্রিয়ভাষিণী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা