× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোজা কোন দেশে কত ঘণ্টা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ২১:৫০ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৩ ২২:১৪ পিএম

এ বছর গ্রিনল্যান্ড, আইসল্যান্ডসহ দক্ষিণ গোলার্ধের কয়েকটি দেশে সবচেয়ে বেশি প্রায় ১৭ ঘণ্টা রোজা রাখতে হবে।

এ বছর গ্রিনল্যান্ড, আইসল্যান্ডসহ দক্ষিণ গোলার্ধের কয়েকটি দেশে সবচেয়ে বেশি প্রায় ১৭ ঘণ্টা রোজা রাখতে হবে।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশ বা অঞ্চলে রোজা শুরু ও শেষ হয়। আর প্রতিদিনের রোজা পালনের সময় নির্ভর করে সূর্যের উদয় ও অস্ত যাওয়ার ওপর। বিশ্বের সব দেশে রাত ও দিন সমান নয়। তাই রোজা রাখার সময়ের মধ্যে কয়েক ঘণ্টা কমবেশি হয়।  

এ বছর দক্ষিণ গোলার্ধের কয়েকটি দেশে সবচেয়ে বেশি সময় প্রায় ১৭ ঘণ্টা রোজা রাখতে হবে। দেশগুলো হলো, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন এবং স্কটল্যান্ড। 

সবচেয়ে কম প্রায় ১২ ঘণ্টার মতো রোজা পালন করতে হবে উত্তর গোলার্ধের কিছু দেশের মানুষেকে। এসব দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অন্যতম। 

বাংলাদেশসহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের বাসিন্দাদের গড়ে ১৪ ঘণ্টা রোজা পালন করতে হবে। ইউরোপের বিভিন্ন দেশে রোজা পালন করতে হবে ১৫ থেকে ১৬ ঘণ্টা। 

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, নরওয়ের লংইয়ারবাইন শহরে চলতি বছরের ২০ এপ্রিল থেকে ২২ আগস্ট পর্যন্ত সূর্য অস্ত যাবে না। সেখানকার বাসিন্দাদের মক্কার সময় বা পার্শ্ববর্তী কোনো মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের সময়সূচি মেনে সেহরি ও ইফতার করতে ফতোয়া জারি করেছে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি।

চন্দ্র মাস যেহেতু ২৯ ও ৩০ দিনের মধ্যে শেষ হয়, তাই প্রতিবছর রোজা আগের বছরের তুলনায় ১০ থেকে ১২ দিন আগে শুরু হয়। কারণ চন্দ্র বছর সৌর বছরের চেয়ে ১১ দিন কম। এসব হিসাব মাথায় রাখলে বাংলাদেশে আবার ২৩ বা ২৪ মার্চ রোজা শুরু হবে ৩৩ বছর পর ২০৫৬ সালে। 

২০৩০ সালে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটবে। ওই বছর দুবার রোজা হবে। প্রথমবার ৫ জানুয়ারি, দ্বিতীয়বার ২৫ ডিসেম্বর।

সূত্র : আল জাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা