× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব ইজতেমা

টঙ্গীতে একসঙ্গে নামাজ পড়লেন ‘৪০ লাখ’ মুসল্লি

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৬ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৫ পিএম

জুমার নামাজে মুসল্লিদের উপস্থিতি ছাড়িয়ে গেছে বিশ্ব ইজতেমা ময়দান। আশপাশের সড়ক, বাসাবাড়ির ছাদে নামাজ পড়েছেন মুসল্লিরা। প্রবা ফটো

জুমার নামাজে মুসল্লিদের উপস্থিতি ছাড়িয়ে গেছে বিশ্ব ইজতেমা ময়দান। আশপাশের সড়ক, বাসাবাড়ির ছাদে নামাজ পড়েছেন মুসল্লিরা। প্রবা ফটো

ভোরের আলো ফোটেনি, শীতের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি– ফজরের আজানের ডাকে দেশ-বিদেশের লাখো মুসল্লির পদচারণায় মুখর ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ তীর। নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে সেখানে শুরু হয়েছে চলতি বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আলেম-ওলামাদের কয়েক দফা তালিম শেষে দুপুর গড়িয়ে এলো জুমার নামাজের সময়। শুক্রবার (২ ফেব্রুয়ারি) মাওলানা জুবায়ের সাহেবের ইমামতিতে জুমার নামাজে অংশ নিয়েছে অন্তত ৪০ লাখ মুসল্লি– ইজতেমা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ইজতেমার মিডিয়াবিষয়ক সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ইজতেমায় দেশ-বিদেশের আগত মুসল্লিরা ছাড়াও জুমার নামাজে অংশ নিতে আসেন গাজীপুর ও আশপাশের মুসল্লিরা। দুপুর ১টায় জুমার নামাজের আজান হয়। ১টা ৩৬ মিনিটে জুমার খুতবা শুরু হয়। ১টা ৪৬ মিনিটে নামাজ পড়ানো শুরু করেন মওলানা জুবায়ের সাহেব।

সরেজমিনে দেখা গেছে, ইজতেমা ময়দানের ১৬০ একর জায়গা ছাপিয়ে গেছে মুসল্লিদের পদচারণা। ময়দান ছাড়াও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কামারপাড়া রোড, তুরাগের দুই পাড়, উত্তরা, বিভিন্ন বাসাবাড়ির ছাদসহ আশপাশের বিভিন্ন এলাকা কানায় কানায় পূর্ণ ছিল মুসল্লিতে। বাংলাদেশ ছাড়াও ৪৭টি দেশের দুই হাজারের বেশি মুসল্লি অংশ নেন নামাজে।

নামাজ শেষে ইজতেমায় আগত মুসল্লিরা ময়দানে অবস্থান নেন। আশপাশ থেকে আসা মুসল্লিরা হেঁটে ময়দান থেকে চলে যান। অতিরিক্ত মানুষ জমায়েত হওয়ায় পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ইজতেমা ময়দানের আশপাশে কিছু জায়গায় নারীদেরও নামাজের প্রস্তুতি নিতে দেখা যায়।

জুমার নামাজের পর বয়ান করার কথা জর্ডানের মাওলানা খতিব সাহেবের। আসরের নামাজের পর বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের সাহেব ও মাগরিবের পর ভারতের মাওলানা আহমদ লাট সাহেব বয়ান করবেন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এভাবেই প্রতিদিন পর্যায়ক্রমে শীর্ষ মুরব্বিরা বয়ান করবেন। 

শনিবার বাদ ফজর মাওলানা আব্দুর রহমান, বাদ জোহর মাওলানা ইসমাইল গোদরা, বাদ আসর মাওলানা যোহারুল হাসান, বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম, রবিবার বাদ ফজর মাওলানা জিয়াউল হক বয়ান করবেন, সকাল ১০টায় হেদায়েতি বয়ান শেষে বাংলাদেশের মাওলানা যোবায়ের প্রথম ধাপের আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা