× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবিতে সরস্বতী পূজায় নারী পুরোহিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১৯ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২২ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা করছেন নারী পুরোহিত সমাদৃতা ভৌমিক। প্রবা ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা করছেন নারী পুরোহিত সমাদৃতা ভৌমিক। প্রবা ফটো

সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজায় এবার অন্যরকম এক ইতিহাস গড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। প্রাচীন যুগ থেকেই পূজা-পার্বণে পুরুষের আধিপত্য। পূজার পৌরোহিত্য করে থাকেন ব্রাহ্মণ পুরুষেরাই। নারীরা বাকি সব কাজে অংশগ্রহণ করলেও পুরোহিতের কাজে তাদের দেখা পাওয়া বিরল ঘটনা। এবার সেই বিরল দৃশ্যের সাক্ষী হলো জবির ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।

মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী পঞ্চমী তিথিতে প্রতি বছর দেবী সরস্বতীর পূজা করা হয়। সরস্বতী পূজা উপলক্ষে প্রতিবারের মতো এবারও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পূজা পালন করা হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়ের মোট ৩৭টি মন্ডপে সরস্বতী পূজা উদযাপন হচ্ছে। এর মধ্যে ইংরেজি বিভাগের পূজাতে পুরোহিত ছিলেন একই বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সমাদৃতা ভৌমিক।

সমাদৃতা ভৌমিক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমাদের সনাতন শাস্ত্রমতে কোথাও বলা নেই যে নারী পুরোহিত পৌরোহিত্য করতে পারবে না। তবে সমাজের সম্মানীয় কাজগুলো এখনও পুরুষদের দখলে। এ কারণে নারী পুরোহিতদের কটু দৃষ্টিতে দেখা হয়। তবে আমার বিভাগের শিক্ষকদের অনুপ্রেরণা ও উৎসাহে আমি পৌরোহিত্য করতে উদ্বুদ্ধ হয়েছি।’

অনুভূতি প্রকাশ করতে গিয়ে সমাদৃতা বলেন, ‘পুরুষ ডমিনেশনের বিপক্ষে পৌরোহিত্য করে প্রমাণ করেছি নারীরাও পারে।’

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল  বলেন, ‘আমাদের ক্যাম্পাসে এবারই প্রথম নারী পুরোহিত কোনো পূজা সম্পন্ন করলো। আমরা তাকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছি। নারী পুরোহিতদের আমরা স্বাগত জানাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা