× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিয় স্বামীম...!

আবদুর রব শরীফ

প্রকাশ : ১৯ জুন ২০২২ ২২:২৫ পিএম

প্রিয় স্বামীম...!

দৃষ্টিভঙ্গী বদলালে শুধু জীবনই বদলায় না বরং রম্যও সৃষ্টি হয়!

আশা ছিলো, ভালোবাসা ছিলো, আজ আশা নেই ভালবাসাও নেই, এই গানটাতে আশা নাকি একটা মেয়ের নাম! আরো নিশ্চিত করে বলা যায়, তার মা আয়েশা বেগমের সাথে মিল করে নাকি রাখা ৷

কথাটা শুনার পর এতোদিন গান শুনে ভাবতে থাকা আশার উপর থেকে আমারও ভরসা উঠে গেছে!

সৈয়দ ওয়ালীউল্লাহ'র জনপ্রিয় উপন্যাস কাঁদো নদী কাঁদোর নায়িকা নদী কি না জানিনা, তবে তার স্বামী সেদিন জোরে জোরে বলতেছিলো, কেঁদোনা নদী কেঁদোনা!

'মিলন হবে কতদিনে' সেটা নিশ্চিত করে বলতে পারি, মিলন কখন হবে কিংবা আদৌ হবে কি না তা মিলনের বাবা মা ই গানের লেখকের চেয়ে ভালো জানে! তবে সেদিন জিজ্ঞেস করাতে বললো, মিলন না মিলা হবে তা সৃষ্টিকর্তা ভালো জানে!

সোলসের 'কেনো সেই ... ভেঙ্গেছে হৃদয় আমার' কোন এক হৃদয়ের মায়ের কাছে রোমান্টিকতা নয় বরং ছোট্ট ছেলের দুষ্টমিতে গ্লাস ত্লাস ভাঙ্গার গল্প!

যারা এয়ারপোর্টে চাকরি করে তাদের কাছে 'আমার সোনার বাংলা' গানের অর্থ হাতে নাতে প্রমাণ পাওয়া কত সোনা প্রতিদিন জব্দ কিংবা পাচার হচ্ছে, সত্যিই সোনার বাংলা নামক বাস্তবতা ৷

সেদিন তো একজন আরেকজনকে বলছে 'পেঁয়াজের মতো রুপার দাম বাড়ছে' তা শুনে প্রতিবাদ করতে গিয়ে বুঝতে পারলাম রুপা তার প্রেমিকার নাম! তার নাকি ভাব বাড়ছে! তবে খবর নিয়ে জানা গেলো রূপার বাজার স্থিতিশীল আছে,

'মেহেদী লাগাইছে' শুনার পর আমার বন্ধু সেই মেয়ের সাথে টোটালি ব্রকাপের বহুদিন পর একদিন সত্যি জানতে পারলো আসলে প্রেমিকা হাতে মেহেদি লাগিয়েছিলো! সেটা কোন ছেলের নাম ছিলো না!

চবির দুই নং গেইটে এক জমিদারের সুন্দরী মেয়েকে একবার বলেছিলাম 'কখনো ভালবাসা খুঁজে পেলে নক্ দিও' একদিন সত্যি তাদের বাসা খালি হওয়ার পর ফোন করে বললো, 'ভাই বাসা খালি হয়েছে, আগে আসলে আগে পাবেন!'

ধরে রাখার জন্য 'নাদিয়া যাইবা না' বলার পর সত্যি যদি না-দিয়া আর ফিরে না আসে তাকে বইল্লা দিও এক ডিগ্রী বেশী বুঝো!

আগে ভাবতাম 'আমি সাগরের এই বুকে আগুণ জ্বালিয়ে দিবো... ' গানটায় উক্ত কাজ কেমনে সম্ভব পরে বুঝলাম সাগর কোন এক যুবকের নাম! সেখানে কোন ললনা প্রেমের আগুণ জ্বালিয়ে দেওয়ার পর গানের পটভূমি রচিত হয়েছিলো!

বৃষ্টি আসবে না বলার পর বৃষ্টি বেগম মানা করেছি মনে করে আর আসেনি, কথা ছিলো তুমি আসবে রিমঝিম বৃষ্টি সেই পথে বাধা হয়ে দাঁড়াবে না!

কোথায় যেনো লেখা দেখলাম আমাদের মেয়ে মেঘলার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি, যাতে সে আলোকিত জীবন লাভ করে! মেঘলার জীবনের মেঘ কেটেছিলো কি না জানিনা তবে তার জীবনের সাথে উজ্জ্বল নামক কোন ছেলের প্রণয় হোক সেই আশা করি,

তোমাকে ভালবাসি বলতে গিয়ে তমাকে ভালবাসি বলার পর বউ এখনো উদাস নয়নে তমা নামক সতীনের প্রতিচ্ছবি কল্পনা করে নিরালায় কেঁদে ফিরে বাপের বাড়ি যাওয়ার হুমকি দিচ্ছে,

তিলোত্তমা মেয়েটি প্রশংসা নিতে পারেনি বরং সে ভেবেছিলো তার মুখে ছেয়ে যাওয়া তিলকে হেয় করে এই উপমা!

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সেদিন গুনগুন করে গাওয়ার পর একজন বিসিএস পরীক্ষার্থী বলে উঠলো ভাই রানী যদি বাংলাদেশ হয় তাহলে রাজা কোন দেশ?

প্রিয়া নামে ডাকলেই যে প্রিয়া হবে বেপারটা এমন না ও হতে পারে, কারো কারো ডাক নাম থাকে প্রিয়া!

ইতি নামের মেয়েটিকেও দরখাস্তের শেষে আপনার একান্ত অনুগত লিখেও নামের বিড়ম্বনায় পড়তে হয়!

এরপরেও সারা জীবন শুয়ে খাওয়ার নিশ্চয়তা পেয়ে দৌড়ে গিয়ে দেখা মিলবে সেখানে খাট বিক্রী হচ্ছে!

দৃষ্টিভঙ্গী পাল্টে দিয়ে কোন বহুজাতিক কোম্পানী চেয়ার বিক্রী করে প্রমাণ করবে আপনিই প্রকৃত চেয়ারম্যান!

স্বামীর নাম মুখে আনা পাপ হবে ভেবে আমার এক দাদী দাদার নাম শামীমের বদলে প্রিয় স্বামীম, লিখে পত্র শুরু করতো.....! পৃথিবীতে ভুল দৃষ্টিভঙ্গীর এমন কিউট রম্য বিরল! সত্যি বিরল!

কে যেনো বলেছিলো, বুঝলে বুঝাপাতা, না বুঝলে তেজপাতা, রম্যও এমনি..! জীবন মানেই রম্য!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা