× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাকাশে শুট করা প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১১:৪৪ এএম

আপডেট : ১২ মার্চ ২০২৩ ১২:১৩ পিএম

সার্জনের ভূমিকায় অভিনয় করেছেন রুশ অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ড। ছবি : সংগৃহীত

সার্জনের ভূমিকায় অভিনয় করেছেন রুশ অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ড। ছবি : সংগৃহীত

স্নায়ুযুদ্ধের পর মহাকাশ নিয়ে প্রতিযোগিতা নতুন উদ্যমে শুরু হয়েছে। আগে মহাকাশ কেবল সামরিক ও লোমহর্ষক অভিযানের মাধ্যমে শ্রেষ্টত্ব প্রমাণের বিষয় হলেও বর্তমানে এর সীমান্ত প্রসারিত হয়ে ব্যবসা, পর্যটন ও চলচ্চিত্র পর্যন্ত চলে গেছে। মহাকাশ ব্যবসা ও পর্যটনে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও চলচ্চিত্র জগতে প্রথম চমকটা দেখিয়েছে রুশ নির্মাতারাই।

এরই মধ্যে ২০২১ সালে মহাকাশে শুট করা প্রথম ফিচার ফিল্ম (পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র) দ্য চ্যালেঞ্জ-এর ট্রেলার গত ৭ মার্চ প্রকাশ করেছে রুশ নির্মাতারা। এতে সিনেমার যেই প্লট দেখানো হয়েছে, তাতে সার্জনের ভূমিকায় অভিনয় করেছেন রুশ অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ড। সেখানে দেখানো একজন নভোচারী স্পেসওয়াক করতে গিয়ে এমন পরিস্থিতির সম্মুখীন হন যে তাকে হার্ট সার্জারি করতে হবে। কিন্তু পৃথিবীতে ফিরিয়ে আনার মতো অবস্থায় সে আর নেই। আর সেই অসুস্থ নভোচারীর ভূমিকায় অভিনয় করেছেন সত্যিকারের মহাকাশচারী ওলেগ নোভিতস্কি।

চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইয়োলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টুডিও, রাশিয়ার রাষ্ট্র পরিচালিত টেলিভিশন চ্যানেল চ্যানেল ওয়ান রাশিয়া, দেশটির মহাকাশ সংস্থা রসকসমস। রসকসমস এক বিবৃতিতে বলেছে, চলচ্চিত্রটির লক্ষ্য রাশিয়ার মহাকাশ কার্যকলাপকে জনপ্রিয় করার পাশাপাশি মহাকাশচারী পেশাকে মহিমান্বিত করা।

দ্য চ্যালেঞ্জ চলচ্চিত্রটি ১২ এপ্রিল মুক্তি পাবে।

 

সূত্র : সিএনএন 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা