৭৫ বছর বয়সি স্কটিশ নারী জো ক্যামেরন। ছবি : সংগৃহীত
মানুষকে তার জীবদ্দশায় মাথায় ব্যথা, পায়ে ব্যথা,
দাঁতের ব্যথা থেকে শুরু করে কোনো বড় সার্জারি-পরবর্তী নানামুখী ব্যথার সম্মুখীন
হতে হয়। এ যন্ত্রণা থেকে মুক্তির জন্য সেবন করতে হয় নানা ধরনের ওষুধ। আর গবেষকরা তো
ব্যথানাশক এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বহুদিন ধরেই বলে আসছেন। অনেকেই তাই
মনে মনে ব্যথাবিহীন জীবন চান। কেমন হতো, যদি ওষুধ ছাড়াই ব্যথাবিহীন জীবন পাওয়া যেত?
এ কাঙ্ক্ষিত জীবনই কাটিয়েছেন এক নারী।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউএসএল) বিজ্ঞানীরা
জানিয়েছেন, তারা ৭৫ বছর বয়সি একজন স্কটিশ নারী জো ক্যামেরনের দেহে একটি বিরল জেনেটিক
মিউটেশনের প্রক্রিয়া শনাক্ত করেছেন। যে মিউটেশন তাকে প্রায় সারা জীবন ব্যথা অনুভব
করতে দেয়নি। একই মিউটেশনের কারণে তিনি কখনোই ভয় বা উদ্বেগ অনুভব করেন না।
ব্রেন জার্নালে প্রকাশিত এ-সংক্রান্ত গবেষণাপত্রে
বলা হয়েছে, ফাহ-আউট নামের যে জেনেটিক মিউটেশন বিজ্ঞানীরা শনাক্ত করেছেন, তা একেবারে
আণবিক স্তরে কাজ করে; যা জো ক্যামেরনকে ব্যথার অভিজ্ঞতা থেকে বাঁচতে সক্ষম করেছে। তবে
এখনও বিজ্ঞানীরা ফাহ-আউটের কার্যপদ্ধতি পুরোপুরি বের করতে পারেননি। তবে তারা একই জেনেটিক
মিউটেশনের সঙ্গে উদ্বিগ্ন না হওয়া, বিষণ্নতা জেঁকে না বসা বা ভয় না পাওয়া এবং বিরক্ত
না হওয়ারও সম্পর্ক পেয়েছেন। এ জেনেটিক মিউটেশনই জোকে ভয়ডরহীন এক জীবন দিয়েছে।
গবেষকরা বলছেন, এটি হলো বিশাল মহাদেশে থাকা ছোট্ট কণার মতো, তাই এর দ্বারা প্রভাবিত আরও কী কী বিষয় আছে তা খুঁজতে আরও গবেষণা প্রয়োজন। বিজ্ঞানী সম্প্রদায় মনে করেন, এ আবিষ্কারগুলো উপযুক্ত উপায়ে প্রয়োগ করতে পারলে আরও ভালো ব্যথানাশক তৈরি করা সম্ভব হবে।
সূত্র : এনডিটিভিসম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.