প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১০:০৬ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৮:১১ পিএম
বিক্রম ল্যান্ডার এখন যেই কক্ষপথে রয়েছে সেখানে চাঁদের সবচেয়ে কাছের বিন্দুটির দূরত্ব ২৫ কিলোমিটার ও দূরতমটি ১৩৪ কিলোমিটার দূরে। ছবি : ইসরো
ভারতের চন্দ্রযান-৩ অভিযানে চাঁদে রোভার নামানোর চূড়ান্ত স্টেজে পৌছে
গেছে বিক্রম ল্যান্ডার। রবিবার (২০ আগস্ট) এক্সে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছে দেশটির
মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, চূড়ান্ত ডিবুস্টিং অপারেশন সফলভাবে
সম্পন্ন হয়েছে। বিক্রম ল্যান্ডার এখন যেই কক্ষপথে রয়েছে সেখানে চাঁদের সবচেয়ে কাছের
বিন্দুটির দূরত্ব ২৫ কিলোমিটার ও দূরতমটি ১৩৪ কিলোমিটার দূরে।
এখন মডিউলটি অভ্যন্তরীণ পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যাবে এবং নির্ধারিত
অবতরণ স্থানে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করবে। সবকিছু ঠিক থাকলে ল্যান্ডারটি অবতরণ প্রচেষ্টার
জন্য পদক্ষেপ নেবে ২৩ আগস্ট ভারতের স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে।
পরে চাঁদের দক্ষিণ মেরুতে ঠিকভাবে অবতরণ করতে পারলে ল্যান্ডার থেকে
বেরিয়ে আসবে প্রজ্ঞান নামের রোভার। যেটি চাঁদের মাটির রাসায়নিক গঠন পরীক্ষা করে দেখবে
এবং পানির সন্ধ্যান করবে। এখন পর্যন্ত দক্ষিণ মেরুতে কোনো দেশ রোভার পাঠায়নি।
এর আগে চন্দ্রযান-২ মিশনে শেষ মুহূর্তে ল্যান্ডার আছড়ে পড়ে চাঁদের
মাটিতে। এরপরেও এবারও একই ল্যান্ডার ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন, সাবেক ইসরো প্রধান
কে সিভান।
তিনি বলেছেন, চন্দ্রযান-২ মিশনের ল্যান্ডার ও চন্দ্রযান-৩ মিশনের
ল্যান্ডারে নকশায় কোনো পরিবর্তন নেই। চন্দ্রযান-২ মিশনে যেসব ত্রুটি হয়েছিল, তা কেবল
সংশোধন করা হয়েছে।
চন্দ্রযান-৩ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ১৪ জুলাই এলভিএম৩ রকেটের মাধ্যমে মহাকাশে উৎক্ষেপণ করা হয়। ৫ আগস্ট এটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে।
যদি সব কিছু ঠিক থাকে -তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর ভারত
হতে যাচ্ছে পৃথিবীর চতুর্থ দেশ, যারা চাঁদে রোভার পাঠাল। যদিও পৃথিবীতে যুক্তরাষ্ট্রই
একমাত্র দেশ, যারা চাঁদে মনুষ্য মিশন পরিচালনা করেছে।
সূত্র : এনডিটিভি