× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গান শিশুদের ভাষা শেখার ক্ষমতা বাড়ায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৬ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩ ১৮:৪৩ পিএম

ছোটকাল থেকে বেশি বেশি গান শোনালে শিশুদের ভাষা শেখার ক্ষমতা বাড়ে। ছবি : সংগৃহীত

ছোটকাল থেকে বেশি বেশি গান শোনালে শিশুদের ভাষা শেখার ক্ষমতা বাড়ে। ছবি : সংগৃহীত

শিশুরা যাতে ঠিকমতো কথা বলতে পারে এ জন্য অতি ছোটকাল থেকে তাদের বেশি করে গান শোনাতে হবে। কারণ ধ্বনি বোঝা বা রপ্ত করার আগেই শিশুরা ছন্দ ও সুর সম্পর্কে সচেতন হয়ে ওঠে। তাই ছোটকাল থেকে তাদের বেশি বেশি গান শোনালে শিশুদের ভাষা শেখার ক্ষমতা বাড়ে। 

যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক সম্প্রতি এ দাবি করেছেন। গবেষণাটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে। 

গবেষণায় দেখা গেছে, সাত মাসের আগে শিশুরা ধ্বনি শনাক্ত করতে পারে না। কিন্তু জন্মের সঙ্গে সঙ্গেই শিশুদের ছন্দ ও সুর আকর্ষণ করে। তাদের মস্তিষ্কে এসব ছন্দ ও সুর গেঁথে যায়। 

গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক উষা গোস্বামী। গোস্বামী গার্ডিয়ানকে বলেন, শিশুদের মধ্যে ধ্বনি সচেতনতা সাত মাসের আগে হয় না। কিন্তু এ সময় তাদের মধ্যে সুর ও ছন্দ সচেতনতা তৈরি হয়। এটা ভাষা তৈরি হওয়ার বা কথা বলতে পারার ভিত্তিভূমি তৈরি করে। তাই মা-বাবার উচিত শিশুদের বেশি বেশি করে ছড়া বা গান শোনানো। 

গবেষণায় চার, সাত ও ১১ মাস বয়সি ৫০ শিশুকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। তাদের নানা ধরনের ছড়া ও গান শোনানো হয়েছে। দেখানো হয়েছে নার্সারি পর্যায়ের ১৮টি ছড়া। 


সূত্র : গার্ডিয়ান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা