× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন বছর পর ওয়ানডেতে ফিরে বিজয়ের ফিফটি

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২২ ১৭:৩৩ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২২ ১৭:৩৮ পিএম

এনামুল হক বিজয়। ছবি সংগৃহীত

এনামুল হক বিজয়। ছবি সংগৃহীত

টানা তিন বছর পর ওয়ানডে একাদশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে চমক দেখালেন এনামুল হক বিজয়। মাত্র ৪৭ বলে হাফসেঞ্চুরি করে নিজের জাত চেনালেন তিনি। বুঝিয়ে দিলেন তিনি এই ফরম্যাটেরই মানুষ। অবশ্য ৭৩ রান করে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।

বিজয় সবশেষ ২০১৯ সালে ওয়ানডে খেলেছিলেন। সে বছর জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে দলে থাকলেও বাজে ফর্মের কারণে বাদ পড়েন। এরপর থেকেই দলে ব্রাত্য ছিলেন তিনি।

বাংলাদেশের জন্য শুরুটা ভালোই ছিল। তামিম ইকবাল, লিটন দাস, এনামুল হকের পর অর্ধশতক পেয়েছেন মুশফিকুর রহিম। চার সেঞ্চুরিতে ভর করে টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে ৩০৩ রান।

মুশফিকুর ৪৯ বলে ৫২ রান করে অপরাজিত ছিলেন। মাহমুদউল্লাহ খেলেছেন ১২ বলে ২০ রানের ইনিংস। ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০৩ রান করেছে বাংলাদেশ। এ নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সপ্তমবারের মতো ৩০০ পেরোল বাংলাদেশ। মুশফিক ও মাহমুদউল্লাহর জুটিতে ২৫ বলে এসেছে ৩৬ রান।

এদিন ওপেনার লিটন দাসকে মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে করে। মাঠ ছাড়ার আগে তার সংগ্রহ ৮৯ বলে ৮১* রান।

প্রবা/আরএম/জেআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা