× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন মেসি

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২ ১০:৩৪ এএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২ ১১:৩১ এএম

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

ফুটবল তারকা লিওনেল মেসির ক্যারিয়ারের অপ্রাপ্তি দূর হলো বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে। তবে এবারের আসরের পর বিশ্বকাপ মঞ্চে মেসির জাদুর দেখা মিলবে না ভাবলেও তিনি নিজেই ফের দেশের হয়ে খেলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

বুয়েনস আইরেস টাইমসের প্রতিবেদনে বলা হয়, রবিবার (১৮ ডিসেম্বর) বিশ্বকাপ জয়ের রাতে এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ কথাই জানিয়েছেন এই ফুটবল জাদুকর।

তিনি বলেন, ‘আমি বিশ্বচ্যাম্পিয়ন হিসেবেই আরও কয়েকটি ম্যাচ খেলতে চাই।’

কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের চূড়ান্ত শেখরে পৌঁছে যায় আর্জেন্টিনা। স্বপ্ন পূরণ হয় লিওনেল মেসিরও। তবে তিনি এও স্বীকার করেন যে, বিশ্বকাপ অর্জনের মধ্য দিয়ে তিনি ইতি টানতে চেয়েছিলেন তার সোনালি ক্যারিয়ারের।

তিনি বলেন, ‘আমি এ ট্রফি জিতেই আমার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলাম, আমি এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না।’

তিনি আরও বলেন, ‘আমার ক্যারিয়ার প্রায় শেষ কারণ এটি আমার শেষ বছর।’

২০১৪ সালে ব্রাজিল আসরে জার্মানির কাছে হারসহ ফুটবলের সবচেয়ে বড় এ মঞ্চে অনেক হতাশার পরেও মেসির বিশ্বাস ছিল তার সময় আসবে। একদিন তিনিও তার স্বপ্ন যাপন করতে পারবেন।

মেসি তার স্বপ্ন এভাবে পূরণ হয়ে যাওয়াটাকে অসাধারণ মুহূর্ত বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি জানতাম এবার ঈশ্বর আমাকে এ ট্রফি দেবেন, আমি জানি না কেন এমন ভেবেছি। কিন্তু আমি অনুভব করতে পারছিলাম এবার এটি সত্যি হতে যাচ্ছে।’

ম্যাচের দিকে দৃষ্টিপাত করে মেসি জানান, ‘এটি ছিল এক রুদ্ধশ্বাস ম্যাচ। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা তো বিশ্বকাপ জিতেই নিয়েছিল। কিন্তু না, তা হলো না। ৯৭ সেকেন্ডের মধ্যে দুই গোল শোধ করে দিল ফ্রান্স। আর্জেন্টিনা ২, ফ্রান্স ২। এ ফাইনালে অতিরিক্ত সময় যে আরও বড় নাটকীয়তা জমিয়ে রেখে ছিল। মেসি ফের গোল করলেন। আর্জেন্টিনা এগিয়ে গেল। এমবাপ্পে খানিকবাদে সেই গোল আবার শোধ করে দিলেন। ফের ম্যাচে ৩-৩ গোলের সমতা। টাইব্রেকারে গড়াল ফাইনাল। সেই লটারিতে ৪-২ গোলে ফাইনাল জিতে বিশ্বকাপ ট্রফি নিয়ে গেল আর্জেন্টিনা।’

ম্যাচের শেষ বাঁশি বাজার পরপর আনন্দে ফেটে পড়েন দলের খেলোয়াড়সহ মাঠে থাকা সমর্থকরা। মেসির দলের সতীর্থদের আনন্দাশ্রু ছুঁয়ে যায় টিভির ওপাশে থাকা দর্শকদের মনও।

মেসি বলেন, ‘এটি নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা ম্যাচের মতোই খুব অদ্ভুত একটি ম্যাচ ছিল। যখন আমরা অতিরিক্ত সময়ে এগিয়ে গেলাম ঠিক তখনও আগের ঘটনাই ঘটল।’

সবকিছুর শেষে তার নিজের প্রশান্তি, প্রাপ্তির জায়গা পরিপূর্ণ করা এ বিশ্বকাপ ট্রফিকে ভীষণ ‘সুন্দর’ বলে অভিহিত করেন মেসি।

২০০৫ সালে দেশের হয়ে ফুটবলে অভিষেকের পর থেকে মেসি আর্জেন্টিনার হয়ে ১৭২ বার খেলেছেন, আর ৯৮টি গোল করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা