× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ হাতে দেশের মাটিতে মেসিরা, বরণে লাখ লাখ মানুষ রাস্তায়

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২ ১৩:০০ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২ ১৪:৫৪ পিএম

 বিশ্বকাপ ট্রফি নিয়ে বিশাল জনতার মাঝে ছাদ খোলা বাসে আর্জেন্টিনা টিম।

বিশ্বকাপ ট্রফি নিয়ে বিশাল জনতার মাঝে ছাদ খোলা বাসে আর্জেন্টিনা টিম।

ফাইনালে ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপ ট্রফি যখন মেসিদের হাতে, তখনই আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ারসসহ অন্যসব শহর লোকে লোকারণ্য হয়ে যায়। জয় উদযাপনে লাখ লাখ লোক বেরিয়ে আসে রাস্তায়। 

এক দিন পর মেসি-ডি মারিয়ারা সেই ট্রফি হাতে নেমেছেন বুয়েনস আয়ারসের এজিইজা আন্তর্জাতিক বিমানবন্দরে। 

দীর্ঘ ৩৬ বছর পর আবারও আর্জেন্টিনার মানুষ পেয়েছে ফুটবলে বিশ্বের সবচেয়ে বড় শিরোপা বিশ্বকাপ ফুটবলের ট্রফি। তাই উদযাপনের আনন্দও ছিল খুব বেশি। 

মেসির হাতের ট্রফি দেখতে যেন তর সইছিল না দেশটির লাখ লাখ ফুটবলভক্তের। তাই মঙ্গলবার ভোর থেকেই বিভিন্ন সড়কে জড়ো হয় তারা। 

দীর্ঘ ২১ ঘণ্টার ফ্লাইট শেষে মঙ্গলবার সকালে নিজেদের দেশের মাটিতে পা রাখে আর্জেন্টিনা ফুটবল দল। 

বিমানবন্দরে জড়ো হওয়া হাজারো মানুষের অপেক্ষা ফুরায় মেসির হাতে ট্রফি দেখে। বিমান থেকে প্রথমেই বিশ্বকাপ শিরোপা হাতে নামেন মেসি। তার সঙে্গ ছিলেন মেসিদের নেতৃত্ব দেওয়া লিওনেল স্কালোনি। 

মেসির হাতে শিরোপা দেখে চিৎকার করতে থাকেন ভক্তরা। তারা নানা ধরনের স্লোগানে মুখর করে তোলেন বিমানবন্দর এলাকা।

 

গত রবিবার রাতে কাতারে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা। তার আগে চূড়ান্ত খেলায় ৩-৩ গোলে ড্র করেছিল মেসিরা। 

এরপর সোমবার মেসিরা রওনা দেন দেশের উদ্দেশে। আর্জেন্টিনার বিশেষ দুটি বিমানে করে প্রথমে তারা ইতালির রাজধানী রোমে পৌঁছান। সেখান থেকে সরাসরি বুয়েনস আয়ারসে। 

খেলোয়াড়, কোচ, স্টাফ ও কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ দুটি বিমানের ব্যবস্থা করে দেশটির সরকার। 

মেসিদের বহন করা বিমান দুটি বুয়েনস আয়ারসে পৌঁছায় মঙ্গলবার দেশটির স্থানীয় সময় ভোর ৫টায়।

এরপর তারা ছাদখোলা বাসে যাত্রা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা