× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরসিবি চিরকালই আমার দল হয়ে থাকবে : ক্রিস গেইল

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২ ১২:০৩ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২ ১২:২৪ পিএম

ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল

ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল

ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইপিএল) ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের সব সময়ের পছন্দের ফ্র্যাঞ্চাইজি দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। ২০১১ সালে এই দলে তিনি যোগ দিয়েছিলেন। সব মিলিয়ে সাত মৌসুম বিশ্বের জনপ্রিয়তম টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আরসিবিতে খেলেছেন তিনি।

নিউজ এইটটিন জানিয়েছে, শুরুতে দুই মৌসুম তিনি খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) হয়ে। কিন্তু ২০১১ সালে ৪ লাখ টাকা বেস প্রাইসে অবিক্রীত ছিলেন গেইল। কিন্তু আরসিবির ফাস্ট বোলার ডার্ক ন্যানেস চোট পাওয়ায় ক্যারিবিয়ান তারকাকে পরিবর্ত হিসেবে নেওয়া হয় বিরাট কোহলিদের দলে।

এ দলের হয়েই তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ও অবিশ্বাস্য ১৭৫ রানের ইনিংস খেলেন। সেসব দিনের কথা ভোলেননি ‘ইউনিভার্সাল বস’ খ্যাত গেইল।

সম্প্রচারকারী চ্যানেলে নিলামের বিশ্লেষকের ভূমিকায় তিনি বলেন, ‘আরসিবিতে কী যে সুন্দর দিন কাটিয়েছিলাম তা বলে বোঝাতে পারব না। সেটা শুধু বিরাট কোহলি অথবা এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে খেলেছি বলেই নয়। অন্যরাও আমাকে প্রচুর আনন্দ দিয়েছে। কারও সঙ্গই ভোলার নয়।’

তিনি আরও বলেছেন, ‘সে সময়ই আলাপ হয় কেএল রাহুল, সরফরাজ খান, মনদীপ সিংয়ের সঙ্গে। তিনজনই দারুণ মানুষ। তবে অবশ্যই কোহলি আর এবির মতো বড় মাপের ক্রিকেটারের সঙ্গে ড্রেসিংরুমে সময় কাটানো অবিশ্বাস্য অভিজ্ঞতা।’

গেইল আরও বলেছেন, ‘ওখানে একবার অন্তত ট্রফি জিততে প্রাণান্ত চেষ্টা করেছিলাম। দুঃখের কথা, সেটা আমরা পারিনি। তবু এখনও আমি চাই বিরাটরা একবার ট্রফিটা জিতুক। ওটা ওদেরও প্রাপ্য। আরসিবি চিরকালই আমার নিজের দল হয়ে থাকবে। ওদের প্রতি আমার ভালোবাসা সত্যিই অফুরান। আরসিবিতে খেলেছি, সেটা ভাবতেও খুব ভালো লাগে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা