× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডি মারিয়ার প্রেরণা মেয়ের বেঁচে থাকার লড়াই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ২২:৫৬ পিএম

 ডি মারিয়ার প্রেরণা মেয়ের বেঁচে থাকার লড়াই

দীর্ঘ ক্যারিয়ারে কঠিন এক পথ পারি দিয়েছেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। তার নামের পাশে যুক্ত হয়েছে বহু শিরোপা। আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে অন্যতম সৌভাগ্যবানও বলা হয় তাকে। এর কারণও আছে, ডি মারিয়া ফাইনালে মাঠে নামলে আর্জেন্টিনা হারে না। ২০১০ অলিম্পিকে যার শুরু। যার শেষটা হয়েছে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে। তবে ফুটবলে হাতেখড়ি খুব একটা সহজ ছিল না তার।

অতি দরিদ্র পরিবারে বেড়ে ওঠা ও শৈশবে স্বাস্থ্য ঠিক না থাকায় চিকিৎসকের দ্বারস্থ হতে হয়েছে তাকে। এরপর বহু চড়াই-উতরাই পেরিয়ে প্রফেশনাল ফুটবলে পা রাখা। তবে ক্যারিয়ারের কঠিন সময়ে তাকে প্রেরণা জুগিয়েছে তার মেয়ে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘২০১৩ সালে রিয়ালের হয়ে কোপা আমেরিকা জিতলাম, বছরটা দারুণ কাটছিল। আমার মেয়ে জন্ম নেওয়ার এক সপ্তাহ পর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে (কোপা দেল রে ফাইনাল) খেললাম এবং গোল করেছিলাম ওর (মেয়ে) জন্য। তখন খুব কঠিন সময় ছিল। কারণ আমরা সপ্তাহে মাত্র দুদিন হাসপাতালে ওকে দেখার সুযোগ পেতাম। রাতে ওকে ছাড়াই বাসায় যেতে হতো। কারণ চলে যাওয়ার সময় জানতাম না আগামীকাল ওকে পাব কিনা, বা কী ঘটতে পারে সেটাও জানতাম না। আমার মেয়ের প্রায় ৩০ শতাংশ বেঁচে থাকার সম্ভাবনা ছিল। কিন্তু সে লড়াই করেছে। আমি যখন ভাবি, জাতীয় দল ছাড়লে কীভাবে থাকব কিংবা চোটে পড়লে কীভাবে খেলব, তখন মেয়ের সেই লড়াই আমাকে প্রেরণা জোগায়। আমি বুঝি কখনও হাল ছাড়তে নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা