× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজই শেষ চারে সিলেট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩ ১১:৫৯ এএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩ ১২:২১ পিএম

আজই শেষ চারে সিলেট

বিপিএলের শেষ চারে খেলছে সিলেট, এমন দৃশ্য সবশেষ দেখা গিয়েছিল দ্বিতীয় বিপিএলে। এরপর একে একে কেটে গেছে ১০টি বছর। মাঠে গড়িয়েছে বিপিএলের আরও ছয়টি আসর। তবে সিলেটকে গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে দেখা যায়নি আর।

১০ বছরের অপেক্ষা এবার ঘোচানোর জোরালো সম্ভাবনাই তৈরি করেছে সিলেট স্ট্রাইকার্স। মাশরাফি বিন মর্তুজার দল এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে জিতেছে সাতটিতেই। ১৪ পয়েন্ট নিয়ে বর্তমানে আছে বিপিএলের শীর্ষেও। সেই দলটি আজ মুখোমুখি খুলনার।

শেষ চারের বাইরে থাকা দলগুলোর মধ্যে কেবল খুলনার সামনেই হাতছানি আছে সিলেটকে ছুঁয়ে ফেলার। তবে আজকের ম্যাচে যদি মাশরাফির দল হারিয়ে দেয় ইয়াসির আলী রাব্বীর খুলনাকে, তাহলে সেই সম্ভাবনাটাও শেষ হয়ে যাবে। ১৬ পয়েন্ট নিয়ে সিলেট চলে যাবে প্রতিযোগিতার শেষ চারে।

ম্যাচটা খুলনার জন্যও বেশ গুরুত্বপূর্ণ। পাঁচ ম্যাচ বাকি থাকায় শীর্ষ চারের বাইরে থাকা দলগুলোর মধ্যে শেষ চারে যাওয়ার সম্ভাবনা বেশি তাদেরই। ম্যাচটা জিতে যে তারাও থাকতে চাইবে শেষ চারের লড়াইয়ে, তা বলাই বাহুল্য।

তবে এ ম্যাচের আগে দুঃসংবাদ আছে দলটির জন্য। দলের অন্যতম সেরা বোলার ওয়াহাব রিয়াজ ইতোমধ্যে বাংলাদেশ ছেড়েছেন। তার সামনে এখন বড় দায়িত্ব, পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব। দেশ ছাড়ার আগে এক টুইটে তিনি ধন্যবাদও জানিয়ে গিয়েছেন দলকে।

চলতি বিপিএলে সাত ম্যাচে তিনি শিকার করেছেন ১৩ উইকেট। আছেন বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষে। সেরা দশে আর নেই খুলনার একজনও। তেমন একজনকে হারিয়ে খুলনার শক্তি কমে গেল অনেকটাই। সেই খর্বশক্তি নিয়েই আজ দলটি মুখোমুখি সিলেটের। আশা জিইয়ে রাখার ম্যাচে দলটি তাই পড়ে গেছে আরও বড় চ্যালেঞ্জের মুখেই।

সিলেট-খুলনার এ ম্যাচের আগেই অবশ্য মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ডমিনেটর্স। ঢাকার হিসাবটাও অনেকটাই খুলনার মতো। টিকে থাকতে হলে জিততে হবে সব ম্যাচেই। এ অবস্থায় সবশেষ ম্যাচে খুলনার বিপক্ষে মোটে ১০৮ রানের পুঁজি নিয়ে পাওয়া ২৪ রানের দারুণ জয় বাড়তি অনুপ্রেরণা হিসেবেই কাজ করবে দলটির জন্য।

তবে প্রতিপক্ষ রংপুরের তাদের চেয়েও বেশি উজ্জীবিত হওয়ার কথা। সবশেষ ম্যাচেই যে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিলেটকে ধসিয়ে দিয়ে জিতেছে নুরুল হাসানের দল! দারুণ উজ্জীবিত দুই দল মুখোমুখি। দিনের প্রথম ম্যাচটা তাই আভাস দিচ্ছে দারুণ রোমাঞ্চকর এক লড়াইয়েরই।

আজকের খেলা

ঢাকা ডমিনেটর্স-রংপুর রাইডার্স

খুলনা টাইগার্স-সিলেট স্ট্রাইকার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা