× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাসেমিরো শো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩ ১২:৫৫ পিএম

কাসেমিরো শো

গোল বানানোর কাজটা করে থাকেন কাসেমিরো, সঙ্গে প্রতিপক্ষের আক্রমণ রুখে দিতেও পটু ব্রাজিলিয়ান তারকা। কখনও ওপরে এসে বাজিমাতও করে বসেন। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলা কাসেমিরো শনিবার রাতে হয়ে গেলেন পুরোদস্তুর স্ট্রাইকার। এফএ কাপের চতুর্থ রাউন্ডে ঘরের মাঠে করলেন জোড়া গোল, এরপর ফ্রেড আনলেন আরেকটি। তাতেই পরবর্তী ধাপে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রশংসায় ভাসার মতোই কাজ করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।

কাসেমিরোর অসাধারণ পারফরম্যান্সে রিডিংকে ৩-১ গোলে হারিয়েছে ওল্ড ট্রাফোর্ডের দল। ম্যাচের ৫৪ মিনিটে আন্তোনির পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে প্রথম গোল আনেন কাসেমিরো। ১-০ গোলে এগিয়ে যাওয়া দলকে চার মিনিটের ব্যবধানে করেন দ্বিগুণ। এবার যেন ছাপিয়ে গেলেন প্রথম গোল, দৃষ্টিনন্দন শটে ২৫ মিটারের বেশি দূর থেকে সরাসরি জালে পাঠান বল। ৬৬ মিনিটে আরেক ব্রাজিলিয়ান ফ্রেড ব্যবধান বাড়িয়ে দেন। সেনেগালিজ আবলায়ে এম্বেঙ্গ ৭২ মিনিটে এক গোল শোধ দিলেও ৩-১ ব্যবধানে হেরে বিদায় নেয় রিডিং।

ম্যাচ শেষে দুর্দান্ত কাসেমিরোকে প্রশংসায় ভাসিয়েছেন রেড ডেভিল কোচ এরিক টেন হাগ, ‘তিনি কত গ্রেট ফুটবলার তা জানি। রিয়াল মাদ্রিদে হয়তো খুব বেশি গোল করতে পারেননি, আমরা তার সামর্থ্য জানি। আমি জানি গোল করা তিনি উপভোগ করেন। দ্রুত ভূমিকা বদলে বিভিন্ন পজিশনে ও বৈচিত্র্যে মানিয়ে নেওয়ার ডায়নামিক ফুটবল পছন্দ করে।’

ব্রাজিলিয়ান তারকায় মজেছেন রেড ডেভিলদের রক্ষণের তারকা হ্যারি ম্যাগুয়ের। ইংলিশ তারকার মতে, কাসেমিরো আসার পর ক্লাবের জয়ের গ্রাফে উন্নতি হয়েছে এমনকি মনোবলও সবার বেড়েছেÑ ‘তাকে যে কারণে ক্লাবে আনা হয়েছে, সেটিই করে চলেছেন তিনি। অসাধারণ ফুটবলার। শীর্ষ পর্যায়ের না হলে তো এত সব ট্রফি জিততে পারতেন না। গোটা দলের খেলা উন্নত করে দিয়েছেন, দলের পারফরম্যান্স ও মনোবল বাড়িয়ে দিয়েছেন।’

কাসেমিরোর হাসির রাতে ৩-০ ব্যবধানে জিতে হেসেছে টটেনহ্যাম। ইংলিশ কাপের চতুর্থ রাউন্ডে প্রেস্টন নর্থএন্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম দেখিয়েছেন দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সং হিউং মিন। ম্যাচের ৫০ মিনিটে তাঙ্গানগার বল নিয়ে ডি বক্সের বাইরে থেকে জাল কাঁপান এশিয়ান সেনশেসন। ৬৯ মিনিটে সং হিউংয়ে পায়েই আসে লিড। শেষদিকে ৮৭ মিনিটে আরেক গোল করে পঞ্চম রাউন্ড নিশ্চিত করে দেন অভিষিক্ত আরনাউট গ্রোয়েনেভেল্ড।

এফএ কাপে আর্সেনালকে হারিয়ে সবার আগে পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের শীর্ষ দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই শুক্রবার রাতে থেমেছিল ১-০ ব্যবধানে। লিভারপুল, শেফিল্ড, ওয়েস্টহ্যামও আছে পরবর্তী রাউন্ডের অপেক্ষায়।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা সং ইতোমধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে পেয়ে গেছেন আট গোল। গতকালও গোলমুখে নিয়েছিলেন অসাধারণ সব শট। ম্যাচ শেষে কোরিয়ান শুনিয়েছেন গোলক্ষুধার কথা, ‘আত্মবিশ্বাস বাড়াতে গোল প্রয়োজন ছিল। এটা অনেক গুরুত্বপূর্ণ। একজন স্ট্রাইকার অথবা অ্যাটাকিং খেলোয়াড় হিসেবে গোল পাওয়া গুরুত্বপূর্ণ। এটা দুর্দান্ত যে আমি দলকে পরের রাউন্ডে যেতে সাহায্য করতে পেরেছি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা