× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ের রাতেও গালতিয়েরের কপালে চিন্তার ভাজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২১ পিএম

জয়ের রাতেও গালতিয়েরের কপালে চিন্তার ভাজ

দুই ম্যাচ পর ফ্রেঞ্চ লিগ ওয়ানে আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে মঁপেলিয়ের বিপক্ষে পাওয়া ৩-১ গোলের জয়। এ দিন দলের হয়ে গোল করে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির মেসিই এখন সর্বোচ্চ গোলের মালিক। তবে দারুণ জয়ের রাতেও নির্ঘুমই থাকতে হচ্ছে কোচ গালতিয়েরকে। কেননা, দলের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে ও রক্ষণভাগের অতন্দ্র প্রহরী সার্জিও রামোস পড়েছেন চোটে।

এদিকে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নামতে হবে ফরাসি জায়ান্ট ক্লাবটির। যেখানে তাদের প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। গুরুপ্তপূর্ণ ম্যাচের আগে দলের সেরা তারকাদের চোট ভাবনায় ফেলেছে গালতিয়েরকে।

এদিন মঁপেলিয়ের মিডফিল্ডারের ট্যাকলের শিকার হয়ে ম্যাচের ২১ মিনিটেই মাঠ ছাড়তে হয়েছে এমবাপ্পেকে। মাঠ ছাড়ার সময় এমবাপ্পেকে দেখে মনে হয়েছে পিএসজির সামনে বিপদ বাড়ছে। তবে এসব নিয়ে এখনও মাথা ঘামাতে চান না গালতিয়ের। তিনি বলেন, ‘আমরা এখনো জানি না। এটা খুব বেশি খারাপ দেখাচ্ছে না। আমরা বেশি চিন্তিত না এটা নিয়ে।’

এদিন মাঠ ছাড়ার আগেও নিজেকে মেলে ধরতে পারেনি ফরাসি তারকা। ম্যাচের ১০ মিনিটের মাথায় পেনাল্টি পায় পিএসজি। তবে গোল আদায় করতে পারেনি এমবাপ্পে। প্রথমবার তাকে রুখে দেয় মঁপেলিয়ের গোলরক্ষক। পরে দলের ফুটবলাররা কিক নেওয়ার আগেই ডি বক্সে ঢুকে পরলে ফের পেনাল্টির সুযোগ আসে। সেটিও কাজে লাগাতে পারেনি তিনি।

এদিন এমবাপ্পের মতো সার্জিও রামোসও মাঠ ছেড়েছেন প্রথমার্ধেই। অন্যদিকে পেশীর চোটের কারণে মাঠে নামেননি নেইমার। অন্যদিকে ঘনিয়ে আসছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের শেষ ষোলোর লড়াই। আগামী ১৫ ফেব্রুয়ারি বায়ার্নের মুখোমুখি হবে ফরাসি ক্লাবটি। এখন দেখার বিষয় শঙ্কা কাটিয়ে সময়মতো মাঠের খেলায় ফিরতে পারেননি কি না তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা