× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদো নয় রামোসের কাছে মেসিই সেরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪৯ পিএম

রোনালদো নয় রামোসের কাছে মেসিই সেরা

জার্সি পাল্টালেই যেন পাল্টে যায় সব। বদলে যায় দৃশ্যপট। চেনা বন্ধু পরিণত হয় শত্রুতে। ফুটবলে এটাই যেন নিয়ম। যার প্রমাণ আরও একবার মিলল স্প্যানিশ তারকা সার্জিও রামোসের কথায়। প্রায় এক দশক একসঙ্গে ফুটবল খেলার পর যেন ভুলেই গেলেন এক সময়কার প্রিয় সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোকে। বিপরীতে বেছে নিলেন এক দশকেরও বেশি সময় ধরে ভোগানো লিওনেল মেসিকে। ভাগ করে নিলেন মেসির দুঃখ। আনন্দ খোঁজে পেলেন বর্তমান সতীর্থের অর্জনে।

২০২১ সালে স্পেন ছেড়ে দুজনেই পারি জমিয়েছেন ফ্রান্সে। এক সময়কার দুই প্রতিদ্বন্দ্বী পিএসজিকে সাফল্য এনে দিতে মাঠে লড়ছেন এক হয়ে। অথচ কয়েক বছর আগেও এল ক্লাসিকোর দ্বৈরথে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রামোসের বড় শত্রু ছিলেন বার্সেলোনার এই মেসিই। কতবার যে মেসির পথ রোধ করে দাঁড়িয়েছেন। দলের কঠিন সময়ে অবৈধ ট্যাকল করেছেন মেসিকে। সে হিসাব নেই। 

সময়ের পরিক্রমায় মেসি বন্ধু হলেও শত্রু হয়েছেন রোনালদো। কদিন আগেই দুজনে এক হয়ে লড়ে রোনালদোর দল আল নাসরকে নিয়ে গড়া সৌদি অলস্টারকে হারিয়ে দিয়েছেন তারা। ম্যাচে রোনালদোকে ট্যাকল করতেও দেখা গেছে রক্ষণভাগের পাহারাদার রামোসকে। 

মেসি-রোনালদো; দুজনের মধ্যে সেরা কে, এ নিয়ে ভক্তদের মধ্যে কম বিতর্ক হয় না। এ নিয়ে প্রায়শই প্রশ্নের মুখে পড়তে হয় ফুটবলারদেরও। তবে দুজনের সঙ্গেই মাঠে নামা রামোস যেন সেই বিতর্কের ইতি টানতে চাইলেন তার অভিজ্ঞতার আলোকে। যেখানে তিনি বেছে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা মেসিকে।

সম্প্রতি পিএসজি টিভির এক সাক্ষাৎকারে মেসিকে নিয়ে রামোস বলেন, ‘বেশ কয়েক বছর ধরে মেসির বিপক্ষে খেলে আমার জন্য যন্ত্রণাদায়ক ছিল। আমি এখন তাকে উপভোগ করছি। সে এখন পর্যন্ত ফুটবলে তৈরি হওয়া সেরা খেলোয়াড়।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা