× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুবিধা নিয়ে পাকিস্তানকে হারাল ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৪ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৩ পিএম

সুবিধা নিয়ে পাকিস্তানকে হারাল ভারত

‘আম্পায়ারের সুবিধা নিয়ে জিতেছে ভারত’—৭ উইকেট ও ৬ বল থাকতে হেরে যাওয়া পাকিস্তানের ক্ষেত্রে এমন অভিযোগ হয়তো ধোপে টিকবে না। তবুও ভুল তো ভুলই। হরমনপ্রিতদের ব্যাটিং ইনিংসে এক ওভারে সাতটি বল করেছে পাকিস্তানের বোলার নিদা দার। বিষয়টি খেয়াল করেননি দায়িত্ব পালন করা জ্যাকুলিন উইলিয়ামস ও লরেন আজেনবাগ। বিষয়টির মাসুল ৪ মেরে উঠিয়েছেন সেই ম্যাচের সেরা ক্রিকেটার রদ্রিগেজ।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সাত বলের ওভারের ঘটনা রবিবার রাতের ম্যাচে। পাকিস্তানের ছোড়া ১৫০ রানের জবাবে ভারত যখন ১ উইকেট হারিয়ে ৫৩ রান তুলে ফেলেছে তার আগের। ইনিংসের সপ্তম ওভারে নিদা দারকে বল তুলে দেন বিসমাহ। প্রথম চার বল থেকে শেফালি ভার্মা ও রদ্রিগেজ আনলেন ৩ রান। পঞ্চম বলে আসে ডাবলস, ফ্লাইটেড ফুল টস হয়ে পড়া ষষ্ঠ বলে আসে আরও এক রান। এরপরই সেই বিতর্কিত কাণ্ড! ওভারের সিগন্যাল দেননি জ্যাকুলিন উইলিয়ামস। নিদার সপ্তম বলে সজোরে হাঁকান রদ্রিগেজ, পেয়ে যান নিজের প্রথম চার।


যদিও এ বিষয় নিয়ে কথা বলেননি ভারত-পাকিস্তান দলের অধিনায়ক। কিন্তু কথা অবশ্য উঠেছে। পাকিস্তানের বোলারকে ৬ বলের জায়গায় ৭ বল করানো নিয়ে নেট পাড়ায় সরব হয়ে উঠেছে সমালোচকরা। কেউ কেউ দাবি তুলছে ভারতের মেয়েদের সুবিধা দিতেই সাত বলে ওভার দিয়েছে আম্পায়ার। অনেকের অভিযোগ সরাসরি ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দিকে। মূলত চার নিয়ে সমস্যা নয়, একটা বল বেশি করা নিয়েই প্রশ্ন তুলেছে সমালোচকরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তীব্র সমালোচনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা