× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

দেশের নারী ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০৫ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৪ পিএম

দেশের নারী ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব

দক্ষিণ আফ্রিকায় চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের এক ক্রিকেটারকে দেওয়া হয়েছে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব। দলের বাইরে থাকা সোহেলি আক্তার স্কোয়াডে থাকা এক ক্রিকেটারকে এই প্রস্তাব দিয়েছেন। এ বিষয় নিয়ে একটি বেসরকারি সংবাদমাধ্যমের একটি রিপোর্টে প্রচারিত অডিও ক্লিপ শোনানো হয়, যেখানে সোহেলি আক্তার ওই ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন। বিষয়টি নিয়ে আইসিসির দুর্নীতি দমন ইউনিট কাজ করছে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

ফিক্সিংয়ের বিষয়ে সরাসরি কোনো কথা বলতে রাজি হননি সুজন। তিনি ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনকে বলেন, ‘আইসিসির দুর্নীতি দমন ইউনিট বিষয়টি দেখছে। আমাদের ক্রিকেটাররা জানে কী করা যাবে বা যাবে না। তারা যদি কোনো প্রস্তাব পায়, তাহলে আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে জানাবে। এটাই টুর্নামেন্টের প্রটোকল। এটা বিসিবির তদন্তের বিষয় নয়। এই খবর সম্পর্কে কোনো কথা বলতে পারব না। বিষয়টি খুবই স্পর্শকাতর।’

এর আগে বেসরকারি ওই টিভি চ্যানেলের রিপোর্টে থাকা অডিও ক্লিপে শোনা যায়, সোহেলি আক্তার স্কোয়াডে থাকা ওই ক্রিকেটারকে বলেন, তিনি কাজটি করার জন্য জোর করছেন না। এমনকি ওই খেলোয়াড় চাইলে নিজের ইচ্ছামতো ম্যাচও বাছাই করে নিতে পারেন। এ ছাড়া খেলোয়াড়টি ভালো খেলায় দল কিছু বুঝতে পারবে না বলেও আশ্বস্ত করেন সোহেলি আক্তার। যদিও শেষ পর্যন্ত বিষয়টি ফাঁস হয়েছে সংবাদমাধ্যমের কাছে।

সোহেলি আক্তারের ওই প্রস্তাবের জবাবে দক্ষিণ আফ্রিকা থেকে ওই ক্রিকেটার সরাসরি না করে দেন। তিনি জানান, এ ধরনের কাজ করতে পারবেন না। পরেরবার এ বিষয় নিয়ে ফোন না করার অনুরোধও করেন।

বিষয়টি নিয়ে তোলপাড় তৈরি হলেও এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি আইসিসি। অপরদিকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে ব্যাকফুটে আছেন বাংলাদেশের মেয়েরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা