× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাষাশহীদদের প্রতি ক্রীড়াঙ্গনের তারকাদের শ্রদ্ধা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫২ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৪ পিএম

ভাষাশহীদদের প্রতি ক্রীড়াঙ্গনের তারকাদের শ্রদ্ধা

ভাষা আন্দোলনের ৭১ বছর পূর্ণ হয়েছে আজ। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম-শফিক ও বরকতরা। ভাষার জন্য প্রাণ দেওয়া ইতিহাসে বিরল। যার স্বীকৃতিও মিলেছে পরবর্তীতে। বিশ্বজুড়েই দিনটিকে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। পিছিয়ে নেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারা।

আরও পড়ুন : ঢাকায় পা দিয়েই ওয়ানডে দলে সদস্য বাড়াচ্ছেন হাথুরু

আরও পড়ুন : পেশা হিসেবে নেওয়ার উপায় কোথায়?

যুক্তরাষ্ট্র থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান লেখেন, ‘যে মহান শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলা ভাষা পেয়েছি, মাতৃভাষায় কথা বলতে পারছি, তাদের জানাই বিনম্র শ্রদ্ধা। শহীদ দিবস অমর হোক।’

উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম তার ফেসবুকে লেখেন, ‘সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’ মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষাশহীদদের কি ভুলতে পারি? ভাষাশহীদ ও ভাষাসৈনিকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

মাশরাফি তার ফেসবুকে লেখেন, ‘যাদের ত্যাগে আজ আমরা বাংলায় কথা বলি, বাংলায় লিখি, বাংলায় গান গাই তাদের জানাই বিনম্র শ্রদ্ধা।’ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন,  ‘মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

মেহেদী হাসান মিরাজ তার ফেসবুকে লিখেছেন, ‘১৯৫২ সালে শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষার স্বাধীনতা। তাঁদের এই হার না মানা সংগ্রাম প্রতিনিয়ত আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।’

লিটন কুমার দাস লিখেছেন, ‘দিনশেষে বাংলাতেই তৃষ্ণা মেটে। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’ সৌম্য সরকার গানের ভাষায় লিখেছেন, ‘ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দেও না। ভাষা আন্দোলনে সকল ভাষাশহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তার ফেসবুকে লিখেছেন, ‘বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ... সকল ভাষাশহীদ ও ভাষাসৈনিকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।’

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ইংরেজিতে লিখেছেন, ‘আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষার স্বীকৃতির জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তাদের বিস্ময়কর চেতনা আমাদের মুক্তির সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা