দেশবাসীকে স্বপ্ন দেখিয়েই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় উড়াল দিয়েছিল বাংলাদেশ। সেই স্বপ্নভঙ্গ হয়েছে গত ম্যাচেই। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭১ রানে হেরে হারের হ্যাটট্রিক পূর্ণ হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলের। সেই সঙ্গে বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছে তারা। এখন প্রত্যাশা অন্তত শেষটা রাঙিয়ে রাখা। সেই লক্ষ্যেই আজ আয়োজক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১১টায়।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হওয়া মেয়েদের বিশ্বকাপে মিলছিল দারুণ কিছুর আভাস। তবে, অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন না দেখলেও মেয়েরা আশা করেছিল কিউই-বধের। যদিও সেই স্বপ্নে বড় ধাক্কা খেতে হয়েছে জ্যোতির দলের। কোনো রকম পাত্তাই পায়নি তারা। আগে ব্যাট করে বাংলাদেশকে পাহাড়সম ১৯০ রানের লক্ষ্য ছোড়ে কিউইরা। সেই পাহাড়ে উঠতে গিয়েই হয়েছে ধস। ম্যাচ হেরেছে ৭১ রানে। শেষ ম্যাচটি তাই হয়ে পড়েছে আনুষ্ঠানিকতার।
তবে, খালি হাতে ফিরতে চায় না বাংলাদেশ। অন্তত একটি ম্যাচ জিতেই দেশের মাটিতে পা রাখতে চায় তারা। সে কারণেই সব হারিয়েও স্বপ্ন দেখে প্রোটিয়া-বধের। এখনও সাহস নিয়ে আঁকে প্রোটিয়া-বধের ছক। তবে, সেটি করতে হলে প্রোটিয়া বোলার ননকুলুলেকো মলাবা ও মাসাবাটা ক্লাসের বোলিং সামলাতে লড়তে হবে বাংলাদেশ অধিনায়ক ও মুরশিদা খাতুনদের। সেই সঙ্গে বোলিংয়ে মুনশিয়ানা দেখাতে হবে মারুফা আক্তার ও রুমানা আহমেদদের। তবেই আসবে বহুল প্রত্যাশিত জয়।
তবে সমস্যা হলো, স্বাগতিকদের চেনা কন্ডিশনে বাংলাদেশকে বেশ ধুঁকতেই হবে। এ ছাড়াও ব্যাটিংয়ে শুরুটা ভালো হলেও মাঝে ধুঁকতে হচ্ছে জ্যোতির দলকে। উইকেট সামলাতে গিয়ে টি-টোয়েন্টি-সুলভ রান আসছে না। ফলে বোলিংয়ে আটকে রাখা যাচ্ছে না প্রতিপক্ষকে। অন্যদিকে প্রথম দুই ম্যাচে মারুফা মুগ্ধতা ছড়ালেও কিউইদের বিপক্ষে নজর টানতে পারেননি তিনি। ৪ ওভারে হার ঘুরিয়ে উইকেটের দেখা না পেলেও খরচ করেছেন সবচেয়ে বেশি ৪০ রান।
কাজেই প্রোটিয়াদের বিপক্ষে ভিন্ন পরিকল্পনা না করলে ধুঁকতে হবে বোলারদের। অন্যদিকে দলকে বড় সংগ্রহের ভিত গড়তে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে অধিনায়ককে। ছন্দেও আছেন তিনি। এখন প্রয়োজন স্ট্রাইক রেট বাড়িয়ে বড় ভিত গড়ে দেওয়া। এ ছাড়াও জয়ের লক্ষ্যে শেষ ম্যাচে পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দলে।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.