× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফ্রিদি তাণ্ডবে টেবিলে এগোল লাহোর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫৮ এএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫৯ এএম

আফ্রিদি তাণ্ডবে টেবিলে এগোল লাহোর

জয়ের পর শাহিন শাহ আফ্রিদি বলেছিলেন, দলের লক্ষ্য ছিল ১৭০-১৮০ রানের মাঝে একটা স্কোর দাঁড় করানো। লাহোর কালান্দার্সের অধিনায়কের কথার মান ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে রেখেছেন মির্জা বেগ, ফখর জামান, শাই হোপ ও সিকান্দার রাজা। বোলিংয়ে দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন শাহিন, যোগ্য সঙ্গ পেয়েছেন ডেভিড ভিসের। কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে দলও এনেছে ৬৩ রানের বড় জয়।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে লাহোরের হয়ে তাণ্ডব চালান দলের পাঁচ টপ অর্ডার। ৬ উইকেট হারানো দিনে জমা করে ১৯৮ রান। ২০০ ছুঁইছুঁই লক্ষ্যে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে কোয়েটা থামে ১৩৫ রানে।

মঙ্গলবার রাতের ম্যাচে দুর্দান্ত জয় তুলে টেবিলের ২ নম্বরে উঠেছে শাহিন আফ্রিদির লাহোর। চার ম্যাচে তিন জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মুলতান সুলতানস। লাহোরের সংগ্রহ তিন ম্যাচে ৪ পয়েন্ট।

কোয়েটার বিপক্ষে দুর্দান্ত  শুরু আনেন দুই ওপেনার। মির্জা বেগ ও ফখর জামানের তাণ্ডবে শুরুর ৪ ওভারে ৪২ রান আসে। দলীয় ৪৯ রানে ফখর ফেরার আগে ১৪ বলে করেন ২২ রান। ১৫ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩১ রান আনেন আরেক ওপেনার বেগ।

আরও পড়ুন : হারে শেষ বাংলাদেশের বিশ্বকাপ

উদ্বোধনী ব্যাটারের ভিতে ভর করে ৩-এ নেমে ১৭ বলে ২১ রান আনেন কামরান গুলাম। মিডলে নামা তিন ব্যাটার চালান শেষের তাণ্ডব। ৩২ বলে শাই হোপ খেলেন ৪৭ রান। হাসনাইন তালাত ও জিম্বাবুইয়ান অলরাউন্ডার সিকেন্দার রাজার ২০০ ছাড়ানো স্ট্রাইক রেটে ব্যাটে আসে ১৯৮ রান। ১৬ বলে ৩২ রান এনে অপরাজিত থাকেন রাজা, ১৩ বলে ২৬ রান করেন তালাত।

কোয়েটার হয়ে ৪ ওভারে ৩২ রান দিয়ে ১টি উইকেট নেন মোহাম্মদ হাসনাইন। ওডেন স্মিথ ৪১ রান খরচায় ২টি এবং ৩৬ রান দিয়ে কাইস আহমেদ নিয়েছেন ২টি উইকেট।

২০০ ছুঁইছুঁই লক্ষ্যে নেমে শাহিন আফ্রিদি ও ডেভিড ভিসের তোপে পড়ে কোয়েটা। প্রথম ওভারেই উইকেট হারানো দলটি স্কোরবোর্ডে ১০০ রান তোলার আগেই হারায় টপ অর্ডারের ৫ উইকেট। টপ, মিডল হয়ে লোয়ার অর্ডারে ধুঁকতে থাকার দিনে ব্যাট হাতে লড়াই চালিয়েছেন জেশন রয়।

৩০ বলে ৪৮ রান আনেন ইংলিশ ওপেনার রয়। দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ২৫ রান আসে মোহাম্মদ হাফিজের ব্যাটে। কোয়েটা নির্ধারিত ওভার শেষে থামে ১৩৫ রানে, লক্ষ্যের চেয়ে ৬৩ রান পেছনে। ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা