১২ ওভার শেষে ১ উইকেট খরচায় ৯০ রান। ৩২ বলে ৩৫ রান নিয়ে ক্রিজে মুলতান সুলতানসের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তিনি আউট হলে ব্যাটিংয়ে নামবেন কাইরন পোলার্ড, ডেভিড মিলার ও কার্লোস ব্রাফেটের মতো ব্যাটসম্যানরা। এ অবস্থায় বিরক্ত হয়ে মুলতান সুলতানস সমর্থকদের রিজওয়ানের উইকেট চাওয়া দোষের কিছু নয়। ধারাভাষ্য কক্ষ থেকে সাইমন ডৌল করলেন সেটিই। মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বললেন অধিনায়ককে।
অবশ্য এর পরপরই যেন ভিন্নরূপে আবির্ভাব হলো রিজওয়ানের। ৪২ বলে ফিফটি হাঁকানোর পর রীতিমতো কচুকাটা করেছেন করাচি কিংসের বোলারদের। ফিফটি তুলে সেঞ্চুরি হাঁকাতে খেলেন মাত্র ১৮ বল। জবাবটা যেন ধারাভাষ্যকার ডৌলকেই দিলেন তিনি। এদিন ৬৪ বলে ৪ ছয় ও ১০ চারে ১১০ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। যার ফলশ্রুতিতে তার দল জেতে ৩ রানে।
তবে এদিন বিধ্বংসী হয়ে ওঠার আগে রিজওয়ানের প্রতি বিরক্ত হয়ে সাইমন ডৌল বলেন, ‘বলতে ভালো লাগছে না, কিন্তু ওর এখন চালিয়ে খেলা উচিত। মাত্র ১০৯ স্ট্রাইকরেটে ব্যাটিং করছে, যখন এখনও অনেক আক্রমণাত্মক ব্যাটসম্যান ক্রিজে আসতে বাকি। মাঠ ছেড়ে বেরিয়ে যাও, ক্যাপ্টেন। তুমি দলের অধিনায়ক, দলের জন্য সঠিক কাজটাই করো। তুমি ঠিকভাবে দুই রানই নিতে পারছ না। তুমি তোমার অন্য প্রান্তের ব্যাটসম্যানকে মোটেই সহযোগিতা করতে পারছ না। চলে যাও, চিকিৎসা নেও, তোমার যা করার তুমি করে ফেলেছ।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.