অবসর নিতে যিনি এত কাণ্ড করলেন, বলা যায় দেরিই করলেন- সেই রোনালদিনহো আবারও ফিরছেন ফুটবলে। হাসিমুখে ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী বললেন, ‘ফুটবলে ফিরেছি মজা করতে, উপভোগ করতে।’
স্পেনভিত্তিক কিংস লিগের দল পোর্কিনহোস এফসির সঙ্গে চুক্তি সেরেছেন সাবেক বার্সেলোনা এবং পিএসজির মিডফিল্ড তারকা। সবকিছু ঠিক থাকলে আগামীকাল অভিষেকও হতে যেতে পারে ৪২-বর্ষী কিংবদন্তির। ২৬ ফেব্রুয়ারি পিও এফসির বিপক্ষে মাঠে দেখাও যেতে পারে রোনালদিনহোকে।
কিংস লিগকে জনপ্রিয় করার চেষ্টা করছেন সাবেক বার্সা তারকা জেরার্ড পিকে এবং জনপ্রিয় স্ট্রিমার ইবাই লানোস। রোনালদিনহোর আগে জাভি হার্নান্দেজ, ইকার ক্যাসিয়াস এবং সার্জিও আগুয়েরোর মতো তারকারা এই টুর্নামেন্টে নাম লিখিয়েছেন।
আসরটির নিয়ম অনুয়ায়ী প্রতি সপ্তাহে প্রতিটি দল তাদের পছন্দমতো একজন ১২তম খেলোয়াড় নিতে পারবে। ওই খেলোয়াড় সাবেক ফুটবলার বা ফুটবলের বাইরের কেউও হতে পারেন। সেই নিয়মের কারণেই অবসর ভেঙে আবারও ফুটবলে ফিরছেন রোনালদিনহো।
২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় ছাড়াও ২০০৬ সালে রোনালদিনহো জিতেছেন বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ। তার আগের বছর জেতেন ব্যালন ডি’অর। ২০১৫ সালের পর আর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। ৩৭ বছর বয়সে এসে ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় মহাতারকা আনুষ্ঠানিকভাবে তুলে রাখেন বুট।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.