× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের কাছে সেই হারই বদলে দিয়েছিল ইংল্যান্ডকে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪৩ পিএম

বাংলাদেশের কাছে সেই হারই বদলে দিয়েছিল ইংল্যান্ডকে

২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেইডে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়টা দেশের ক্রিকেটের ইতিহাসে লেখা আছে সোনার হরফেই। সেই ম্যাচটাই যে বাংলাদেশকে এনে দিয়েছিল বিশ্বকাপের নকআউটে প্রথমবারের মতো খেলার টিকিট। 

তবে ইংল্যান্ডের জন্য পরিস্থিতিটা ছিল ভিন্ন। বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল সেদিন। ধারাভাষ্যকার নাসের হোসেইন তো তৎক্ষণাতই বলে দিয়েছিলেন, ‘এটাই ইংল্যান্ডের সবচেয়ে বাজে মুহূর্ত’।

ইংল্যান্ড অবশ্য এরপর ফিরে এসেছে দোর্দণ্ড প্রতাপে। সাদা বলের ক্রিকেটে এরপর চেহারাটাই বদলে গেছে তাদের। বর্তমানে তো দুই ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়নও তারাই। বাংলাদেশের বিপক্ষে ২০১৫ বিশ্বকাপের সেই ম্যাচটাই ইংল্যান্ডকে বদলে দিয়েছিল কি না এ নিয়ে তাই আলোচনা হয় এখনো।

বিষয়টা মনে হয় ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারেরও। সেই ম্যাচে খেলেছিলেন তিনি। এরপরের তার দলের এভাবে বদলে যাওয়া সবই তো দেখেছেন চোখের সামনে। ইংল্যান্ডের বাংলাদেশ পরীক্ষা শুরুর আগে তিনি জানালেন, সেই ম্যাচটা ইংল্যান্ডের বদলে যাওয়াতে বড় ভূমিকাই রেখেছিল।

সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘সেই ম্যাচটা হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া সম্ভবত… আসলেই ইংলিশ ক্রিকেটের জন্য টার্নিং পয়েন্ট ছিল।’

তবে ম্যাচটা জিতে গেলেও খুব বেশি দূর এগোতে পারত না ইংল্যান্ড, বোধোদয় হতো শিগগিরই, মনে হয় বাটলারের। বলেন, ‘আমার মনে হয় ২০১৫ সালে সেই ম্যাচটা জিতে গেলে আমরা খুব সম্ভবত দ্রুতই হোঁচটটা খেতাম, খুব বেশি দূরে এগোতে পারতাম না। সেই সময়ের দিকে ফিরে তাকালে মনে হয় আমরা তখন বিশ্বের বাকি সব দলের চেয়ে আমরা তখন বেশ পিছিয়েই ছিলাম। সেই বিশ্বকাপটা আমাদের দেখিয়েছিল যে খেলার ধরনটা বদলে ফেলতে হবে। খেলাটা যেভাবে দিনকে দিন বদলে যাচ্ছে, সে গতিটা ধরার বিষয় ছিল, আমার মনে হয় আমরা সেটা করতে পেরেছি। সেই ম্যাচটা জিতে এগিয়ে গেলেও অবশ্য আমরা অল্প সময়েই ধরে ফেলতে পারতাম বিষয়টা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা