× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের বিপক্ষে ধারাবাহিক বাটলার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২১ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০৮ পিএম

বাংলাদেশের বিপক্ষে ধারাবাহিক বাটলার

সাদা বলের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড এখন বাংলাদেশে। দলের নেতৃত্বে থাকা জস বাটলার সাম্প্রতিক সময়ে আছেন সেরা ছন্দে। ইংলিশদের নিয়ে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের পরিকল্পনায় একদম শুরুতেই থাকবে তাকে আটকানো। কারণ, নিজের দিনে বাটলার কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন সেটা বলার অপেক্ষা রাখে না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ ও দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগেও তার ব্যাটে ছিল রানের ফোয়ারা।

ছন্দ ধরে রেখে বাংলাদেশের বিপক্ষেও বড় ইনিংস খেলতে মরিয়া বাটলার। সেটার প্রমাণ পাওয়া গেছে গতকাল ইংলিশদের প্রথম অনুশীলন সেশনেই। নিজ দলের পেসারদের নয় বরং সামলেছেন স্পিনারদের। তাকে টানা বল করেছেন মঈন আলি, আদিল রশিদ, রেহান আহমেদরা। পাশাপাশি ঢাকার নেট বোলারদেরও নিজের অস্বস্তির জায়গা বুঝিয়ে বোলিং করিয়েছেন। উইকেট স্পিনসহায়ক হবে এমন ভাবনা মাথায় রেখেই বাটলার নিজেকে প্রস্তুত করছেন।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ইংলিশ অধিনায়কের পরিসংখ্যান বেশ ঈর্ষণীয়। ২০১৫ সালে অ্যাডিলেড ওভালে প্রথমবার বাংলাদেশের বিপক্ষে খেলতে নামেন বাটলার। পরে আরও পাঁচবার টাইগারদের বিপক্ষে খেলেছেন। ৬ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭২.৪ গড়ে তার রান ৩৬২। ব্যাট হাতে নামা পাঁচ ইনিংসের তিনটিতে করেছেন হাফসেঞ্চুরি আর শেষ ম্যাচে করেন সেঞ্চুরি। বাংলাদেশের মাটিতেও তার পারফরম্যান্স দারুণ। তিন ম্যাচে ৬৮ গড়ে করেছেন ২০৪ রান। বাংলাদেশে খেলা তিন ইনিংসেই আছে তার হাফসেঞ্চুরি। ওই ধারাবাহিকতা ধরে রাখতে স্পিনারদের মোকাবিলা করেই নিজেকে প্রস্তুত করেছেন বাটলার।

ওয়ানডেতে ১৬২ ম্যাচে ৪১.৬১ গড়ে ১১ সেঞ্চুরিতে ৪৫৩৬ রান করেছেন বাটলার। আর টি-টোয়েন্টিতে ১৪৪.২৩ স্ট্রাইকরেটে তার রান ২৬০২ রান। ওয়ানডেতে ইংলিশদের হয়ে ষষ্ঠ সর্বোচ্চ রান এই ওপেনারের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা