× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মঈন মনে করালেন তারা বিশ্বচ্যাম্পিয়ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১০ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১২ পিএম

মঈন মনে করালেন তারা বিশ্বচ্যাম্পিয়ন

শেষ ১০ ওয়ানডের ৮টিতে হেরেছে ইংল্যান্ড। তবুও বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে মানসিকভাবে পিছিয়ে থাকতে নারাজ মঈন আলি। বরং মনে করিয়ে দিলেন বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এসেছেন তারা। ঘরের মাঠে বাংলাদেশকে শক্তিশালী দল ধরেই ভালো খেলার অপেক্ষায়। পাশাপাশি পরিবেশ পরিস্থিতি যাই হোক, আক্রমণাত্মক ক্রিকেটের ঢং থেকে বের হতে চান না মঈন।

গতকাল সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে আসেন মঈন আলি। সিরিজে কে ফেবারিট সেটা না ভেবে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসেছেন সেটা মনে করিয়ে মঈনের ভাষ্য, ‘এটা বিষয় না কারা ফেবারিট। বাংলাদেশ নিজেদের কন্ডিশনে শক্তিশালী। শেষ ১০ ম্যাচে ৭টা হারলেও আমরা বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসেছি।’

মার্ক উড, জোফরা আর্চার, উইল জ্যাকসরা যুক্ত হওয়ায় মঈনের আশা সিরিজে দারুণ লড়াই হবে। সিরিজ শুরুর আগে কাউকে ফেবারিট তকমা দিতে নারাজ। সিরিজ শেষে নির্ধারিত হবে কে ফেবারিট। কিছুদিন আগে বিপিএল খেলে যাওয়া মঈন আলি ভালো করেই জানেন বাংলাদেশের কন্ডিশন। ইংল্যান্ড সিরিজে বিপিএলের ধাঁচে উইকেট থাকবে সেই ধারণা পোষণ করছেন না। বিরতির সময়ে গ্রাউন্ডসম্যানরা কীভাবে উইকেট প্রস্তুত করেছেন সেটাই তার কাছে মূল বিষয়।

গ্রাউন্ডসম্যানদের ওপর ছেড়ে দিলেও মঈন আলি ঠিকই জানেন মিরপুরের উইকেটে থাকবে স্পিন। সেখানেই ভালো খেলার চেষ্টা আছে তার মধ্যে। পাশাপাশি বাংলাদেশের বাঁহাতি স্পিনারদের সামলাতে অনুশীলনে বাঁহাতি নেট বোলারদের খেলেছেন সেটাও খোলাসা করেছেন। মঈনের ভাষ্য, ‘এখানে আসলে যে কেউ স্পিনিং উইকেট আশা করবে। এভাবেই তারা (বাংলাদেশ) ভালো করছে। শুধু স্পিনার নয়, পেসাররাও দারুণ করছে। আমাদের ভালো করতে হলে ভালো খেলতে হবে। তাই বাঁহাতি স্পিনারদের নেটে খেলেছি।’

আক্রমণাত্মক ধাঁচে খেলা ইংল্যান্ড উইকেট যেমনই হোক বদলাবে না তাদের খেলার ধরন। এর আগে অধিনায়ক জস বাটলার বিষয়টি নিশ্চিত করেছেন। এবার মঈন আলিও একই সুরে কথা বলেন। ‘পরিকল্পনা বদল হতে পারে। নতুন চ্যালেঞ্জ আসতে পারে। তবে ধরন বদলাবে না।’- যোগ করেন মঈন।

দীর্ঘদিন পর বাংলাদেশে আসা ইংল্যান্ডের জন্য একটি চাপ হতে পারে দর্শক। মাঠে থাকা বাংলাদেশি সমর্থকদের অবশ্য ভয়ের কারণ হিসেবে দেখতে চান না মঈন, ‘এটা কোনোভাবেই চাপ তৈরি করবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা