× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবাদা তাণ্ডবে তিন দিনে টেস্ট হারল ওয়েস্ট ইন্ডিজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ২১:১৪ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৩ ২১:৪৩ পিএম

রাবাদা তাণ্ডবে তিন দিনে টেস্ট হারল ওয়েস্ট ইন্ডিজ

ম্যাচ শেষে টেম্বা বাভুমা বলেছেন, উইকেটে বাউন্স ছিল, মোটেও ব্যাটিং সহায়ক ছিল না। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের কথাটির প্রমাণ দ্বিতীয় ইনিংসের আগেই দিয়েছেন কাগিসো রাবাদা। ২৪৭ রানের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ দলও বেশি দূর এগোতে পারেনি, সব উইকেট হারিয়ে তুলতে পেরেছে ১৫৯ রান। দুই ম্যাচ টেস্টের প্রথমটিতে ৮৭ রানে জিতে সিরিজে এগিয়েছে প্রোটিয়ারা। 

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে তিন দিনেই ফল আসা টেস্টে দাপট দেখিয়েছেন পেসাররা। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেওয়া রাবাদা ধসিয়ে দিয়েছেন ক্যারিবিয়ানদের। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের হয়ে তোপ দেগেছেন মার্কো জানসেন ও এনরিক নর্তজেও। ফলও এসেছে স্বাগতিকদের পক্ষে।

প্রথম ইনিংসে এইডেন মার্করামের ১১৫ রান ও ডিন এলগারের ৭১ রানে ৩৪২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস থামে ১৩০ রান পেছনে। দ্বিতীয় দিনে প্রোটিয়াদের হয়ে তোপ দাগেন এনরিক নর্তজে, সঙ্গ দেন রাবাদা।

আরও পড়ুন: লায়নের ৮ উইকেট, ১৬৩ রানে গুটিয়ে হারের মুখে ভারত

এগিয়ে থাকা প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে পড়েন কেমার রোচের তোপে। ক্যারিবিয়ান চার পেসারে লণ্ডভণ্ড হওয়া বাভুমার দল থামে ১১৬ রানে। অধিনায়ক হিসেবে বাভুমা প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও থামে শূন্য রানে। ২৪৭ রানের জবাবে সফরকারীদের বেশি দূর এগোতে দেয়নি রাবাদা। ৫০ রানে ৬ উইকেট নেওয়ার দিনে ক্যারিবিয়ানরা থামে ১৫৯ রানে। তিন দিনেই আসে সেঞ্চুরিয়ন টেস্টের ফল।

পেস তাণ্ডবের টেস্টে ১৬২ রান এনে ম্যাচসেরা হন মার্করাম। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে প্রোটিয়া দল। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ মার্চ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা