ইন্দোরের উইকেট এমনিতেই কথা বলে স্পিনারদের হয়ে। এবার এই ভেলকি পিচে বল এদিক-সেদিক ঘুরছে! টেস্টের প্রথম দিন উইকেট পড়েছিল ১৪টি। দ্বিতীয় দিন ১৩ উইকেটের পতন! ভারতের তারকাখচিত ব্যাটিং লাইনআপ ঘূর্ণিবলের সামনে রীতিমতো অসহায়। আরেকটু সরাসরি বলা যায় লাথান লায়নের স্পিনেই সর্বনাশ ভারতের।
ফের ব্যর্থ বিরাট কোহলি, রোহিত শর্মা বোকা বনলেন! লায়ন একাই নিলেন ৮ উইকেট। দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে অলআউট ভারত। জিততে ইন্দোর টেস্টের তৃতীয় দিনে ১০ উইকেট হাতে নিয়ে মাত্র ৭৭ রান চাই অস্ট্রেলিয়ার। টেস্টের চতুর্থ আর পঞ্চম দিনের টিকিট কিনেছিলেন সেই দর্শকরা কী করবেন?
অজিদের হাতের মুঠোয় ম্যাচটা এনে দিয়েছেন লায়ন। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৮টি। এমনসব কীর্তি নিজেকে ঈর্ষণীয় উচ্চতায় নিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার এই স্পিনার। ইন্দোর টেস্টের প্রথম দিনই দারুণ এক রেকর্ড গড়েছিলেন তিনি। স্বদেশি কিংবদন্তি বোলার শেন ওয়ার্নকে ছাড়িয়ে গিয়েছিলেন তিনি। এশিয়ার সফরকারী বোলারদের মধ্যে সবচেয়ে সফল বনে গেলেন লায়ন।
এশিয়ায় এই অফস্পিনারের দখলে ১৩৭ টেস্ট উইকেট। লিজেন্ড ওয়ার্নের শিকার সংখ্যা ১২৭টি। এরপরই ড্যানিয়েল ভেট্টোরি (৯৮) ও ডেল স্টেইন (৯২)। ওয়ার্ন মারা গেছেন। তালিকায় থাকা বাকি দুজনও অবসরে। নাথান লায়ন নিজেকে যে উচ্চতায় নিয়ে যাচ্ছেন, এই রেকর্ড ভাঙার সুযোগ সহসা নেই!
ইন্দোরে লড়াইয়ে টিকে থাকতে দ্বিতীয় ইনিংসে বড় স্কোর গড়তেই হতো ভারতকে। কিন্তু শুরুতেই গতকাল সেই এলোমেলো ব্যাটিং! মাত্র ৫ রানের মাথায় যেভাবে উইকেট ছেড়ে বেরিয়ে লায়নকে বড় শট খেলতে গিয়ে আউট শুভমান গিল। রোহিত শর্মাকেও (১২) দ্রুত তুলে নেন তিনি। অবশ্য ভারতীয় ব্যাটারদের ব্যর্থতাটাও চোখে পড়েছে। সামনের বল পেছনের পায়ে খেলে কেউ আত্মহত্যা করলেন। আবার কেউ পেছনের পায়ের বল আড়াআড়ি ব্যাটে খেলতে গিয়ে ডেকে আনেক সর্বনাশ।
ভারতের ইনিংসে চেতেশ্বর পূজারা ছাড়া অন্যদের নিয়ে খেললেন লায়ন। পূজারা ১৪২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৯ করে অবশ্য সেই লায়নেরই শিকার হলেন শেষ বিকেলে। শ্রেয়াস আইয়ার করেন ২৬ রান। লায়নের হাত ধরে অজিরা এখন সকালের প্রথম সেশনেই জয়ের স্বপ্ন দেখছে। মাত্র ৭৬ রান করলেই ইন্দোর টেস্ট তাদের। যদিও বল যেভাবে এদিক-সেদিক ঘুরছে তাতে সকালটা ভারতের হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না!
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.