ইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড চমকে ভরা। তিন নতুনের সঙ্গে দীর্ঘদিন পর দলে ফিরেছেন রনি তালুকদার। সুযোগ পেয়ে রনি তালুকদার ও তানভীর ইসলামের কণ্ঠে ছিল উচ্ছ্বাস। জায়গা ধরে রাখার প্রত্যয়। নতুনদের নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও আশাবাদী।
দীর্ঘ আট বছর দলে ফিরে নিজের জায়গা ধরে রাখতে আশাবাদী রনি তালুকদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘যদি সুযোগ আসে, আমি চেষ্টা করব, দলকে ম্যাচ জেতানোর। ১০ রানও যদি করতে হয়, সেটাই করব। দলের জন্য সবকিছু করতে চাই।’ অন্যদিকে স্পিনার তানভীর ইসলাম দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে জায়গা করে নেন। ওই ধারাবাহিকতা জাতীয় দলেও দেখাতে চান তানভীর, ‘ভালো খেলাটা মানুষ চাইলেই পারে। আমি চেষ্টা করছি, যাতে ভালো খেলতে পারি। এইরকম নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করেছি। বাকিটা আল্লাহ মিলিয়ে দিয়েছেন।’
বয়স ৩০-এর কোটা পার করায় রনির ডাক পাওয়াটা চমকই ছিল। তার জন্য বয়সকে কোনো বিষয় হিসেবে দেখছেন না নান্নু। বরং তার কাছে ভালো পারফরম্যান্স আশা করে নান্নু বলেন, ‘বয়স বড় ব্যাপার না। আমরা সুযোগের মাপকাঠি দিয়েছি পারফরম্যান্সে। রনি যে সুযোগ ও প্ল্যাটফর্মে এসেছে, নিজেকে মেলে ধরতে পারলে ভালো কিছু আশা করছি।’
২০১৫ সালে প্রথমবার জাতীয় দলের জার্সি পরা রনি এক ম্যাচ খেলেই বাদ পড়েন। ওই ঘটনা ভুলে সামনের দিকে তাকাতে চান নান্নু। বলেন, ‘কিছু কিছু জায়গায় কিছু খেলোয়াড়কে দেখা হয়। ভালো কেউ এলে অটোমেটিক চলে যায়। এটা ধারাবাহিক ব্যাপার। প্রক্রিয়ার মধ্যে থাকলে ভালো করবে।’ ওই প্রক্রিয়া মেনেই আবারও ডাক পেয়েছেন রনি। তিনি নিজেও অবশ্য সেটা মনে করেন, ‘খেলতে হলে আমাকে ফিট থাকতে হবে। প্র্যাকটিস করতে হবে। এই জিনিসগুলো আমি মেইনটেইন করেছি। কখনও সাকসেস হয়েছি, কখনও পারিনি। ভালো খারাপের মধ্য দিয়ে গেছি।’
নাসুম আহমেদ ও সাকিব আল হাসানের পাশাপাশি দলে বাঁহাতি স্পিনার তানভীর। টেকনিক্যাল বিষয় খেয়াল রেখে নেওয়া হয়েছে জানান নান্নু। তিনি বলেন, ‘টেকনিক্যাল কিছু ব্যাপার আছে। কোন প্রক্রিয়ায়, কোন ট্যাকটিকসে দলটা খেলবে সেই পরিকল্পনা করে দল করা হয়। অনেক কিছু চিন্তা করেই দল সাজিয়েছি।’
রনি-তানভীর ছাড়া দলে আছেন পেসার রেজাউর রহমান রাজা। সামর্থ্য বিবেচনায় রাজা আছেন দলে। ‘এ’ দলের হয়ে ও ভালো করেছে। আশা করি ওর যে সামর্থ্য আছে, ভালো করার সুযোগ আছে। নিজেকে মেলে ধরতে পারলে অনেক দিন ভালো করবে।
এদিকে বিপিএলে ওপেনিংয়ে দারুণ পারফর্ম করে জাতীয় দলে ডাক পাওয়া তৌহিদ হৃদয় জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি স্কোয়াডেও। জাতীয় দলে টি-টোয়েন্টিতে তাকে ওপেনিংয়ে ভাবছেন না নির্বাচকরা। বরং যেকোনো পজিশনে খেলতে পারার জন্যই ডাক পেয়েছেন হৃদয়। এই নিয়ে প্রধান নির্বাচকের ভাষ্য, ‘প্রথম থেকেই এইচপিতে মিডল অর্ডারেই চিন্তাভাবনা করি। টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে কাকে কোথায় খেলাবে, কার কতটুকু সামর্থ্য আছে।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.