বার্সেলোনার সুসময়টা হঠাৎ করেই যেন রূপ নিয়েছিল দুঃসময়ে। ইউরোপা থেকে বিদায়, এরপর পুঁচকে আলমেরিয়ার কাছে হার। সঙ্গে একের পর এক তারকার ছিটকে যাওয়া কাতালানদের মৌসুমটাকে ফেলে দিয়েছিল হুমকির মুখেই। এরই মধ্যে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে দলটি সামনে পড়ে রিয়াল মাদ্রিদের।
কোচ জাভি হার্নান্দেজ বার্সার সাম্প্রতিক পরিস্থিতি বিচারে রিয়ালকেই পরিষ্কার ফেভারিট বলে রেখেছিলেন। ম্যাচেও রিয়াল মাদ্রিদ খেলেছে ফেভারিটের মতোই। তবে দিনশেষে ১-০ গোলের জয়টা পেয়েছে বার্সা। সেটা অবশ্য নিজেদের কল্যাণে নয়, রিয়াল ডিফেন্ডার এডার মিলিতাওয়ের আত্মঘাতী গোলে!
এই জয়ের ফলে বার্সার ফাইনাল নিশ্চিত হয়ে যায়নি এখনই, তবে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গিয়েছে দলটি। নিজেদের মাঠে পরের লেগটা খেলবে জাভির দল। আগামী ৫ এপ্রিলের সেই ম্যাচে রিয়ালকে করতে হবে অন্তত দুটো গোল।
সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে রিয়াল মাদ্রিদ শুরু থেকেই ছিল শ্রেয়তর দল। প্রথম মিনিট থেকেই বার্সা রক্ষণকে ব্যতিব্যস্ত রেখেছিলেন কারিম বেনজেমারা। তবে সেসব অবশ্য গোলে রূপ দিতে পারেনি দলটি।
ওদিকে পেদ্রি গনজালেস, উসমান দেম্বেলে, রবার্ট লেভান্ডভস্কির অনুপস্থিতিতে বার্সেলোনার মাঝমাঠও তেমন সুযোগ তৈরি করতে পারছিল না। যার ফলে রিয়ালই ছড়ি ঘুরিয়েছে পুরো মাঠে।
৩০ মিনিটে অনেকটাই স্রোতের বিপরীতে গোলটা পেয়ে যায় বার্সা। ফ্র্যাঙ্ক কেসিয়ের শট থিবো কোর্তোয়া দেন ঠেকিয়ে, তবে এডার মিলিতাওয়ের গায়ে লেগে বলটা ঠিকই গিয়ে আছড়ে পড়ে রিয়ালের জালে।
সেই এক গোলই যেন হতভম্ব করে দেয় স্বাগতিকদের। শুরুর ছন্দটা একটু একটু করে মিলিয়ে যায় সময় গড়ানোর সঙ্গে সঙ্গে। তাতে অবশ্য বার্সা রক্ষণেরও কৃতিত্ব দিতে হবে। পুরো ম্যাচে নিজেদের গোলমুখে যে একটা শটও নিতে দেয়নি রিয়ালকে! ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাঠে কোনো ম্যাচে একটিও অন টার্গেট শট ছাড়া ম্যাচটা শেষ করে দলটি। আর ৩৫ শতাংশ বলের দখল নিয়ে বেশ ‘অ-বার্সাসুলভ’ জয় নিয়ে মাঠ ছাড়ে জাভির বার্সা।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.