ভারতের হার আর অস্ট্রেলিয়ার সিরিজ বাঁচানো জয় ছাপিয়ে ইন্দোর টেস্টের সব আলো কেড়ে নিয়েছে পিচ। খেলা শুরুর দিন থেকেই এই আলোচনা। এক, দুই করে তৃতীয় দিনে এসে ডালপালা ছড়িয়েছে বহুদূর। দুই দিন আগে ভারতের সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, ‘দেখা যাক টেস্ট শেষে কী হয় এখনও তো তিনদিন বাকি!’ কিন্তু খেলা আর পাঁচ দিনে গড়াল কই—প্রথম তিন দিনে টেস্ট শেষ হয়ে যাওয়ার এই বিষয়টিই মানতে পারছেন না ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং।
তৃতীয় দিনের প্রথম সেশনেই শেষ হয়ে গেছে ইন্দোর টেস্ট। ভেন্যু বদলের পরও এমন স্পিনিং ও টার্নিং পিচে কেন খেলা হবে, বিশেষজ্ঞদের মত প্রশ্ন তুলেছেন ভাজ্জিও। সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট আহমেদাবাদে অন্তত এমন পিচ দেখতে চান না তিনি। টেস্টের উত্তেজনা যেন ৫ দিন চলে এমনটি চান হরভজন।
আরও পড়ুন: স্পিন রাজত্বের টেস্টে অস্ট্রেলিয়ার দাপুটে জয়
স্টার স্পোর্টসের আলোচনায় ভারতের তারকা স্পিনার ক্ষোভ উগরেছেন, ‘ভারত নাকি জয় পেতে এমন উইকেট গড়েছে। তা যাই হোক, কিন্তু জয়টা তো চতুর্থ বা পঞ্চম দিনেও তো আসতে পারে—দ্বিতীয় দিনেই কেন! এমন পিচ তৈরি করতে হবে কেন, যেখানে ১০ ওভার বল করেই যে কোনও স্পিনার ৫ উইকেট নিয়ে যাবে।’
হরভজনের চাওয়া মঙ্গলবার থেকে শুরু হওয়া টেস্টে ব্যাটিং পিচ আনা হোক, ‘আর কিছু বদল হোক বা না হোক, পিচের চরিত্র যেন বদল হয়। পাঁচদিনের খেলা হওয়া জরুরি। দর্শকরা পাঁচ দিনের টেস্ট ম্যাচ দেখতে চায়। আড়াই দিনে ম্যাচ শেষ হলে সেটা ক্রিকেটের জন্য ভালো উদাহরণ নয়।’
ইন্দোরের পিচ নিয়ে কথা ওঠা পারতপক্ষে স্বাভাবিক। হোলকার ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনে পড়েছিল দুদলের ১৪ উইকেট, দ্বিতীয় দিনে সেটা বেড়েছে আরও দুই—১৬ উইকেট। যার মাঝে দাপট দেখিয়েছে স্পিনাররাও। রানখরার ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়েছেন অজি স্পিনার নাথান লায়ন, হয়েছেন ম্যাচসেরা। ভারতের বিপক্ষে ৯ উইকেটের দাপুটে জয়ও তুলেছে অস্ট্রেলিয়া, সিরিজে ব্যবধান ২-১ কমিয়েছে স্টিভ স্মিথের দল।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.