× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলাম

ওটা তাহলে শুধু চায়ের কাপে ঝড়!

মোহাম্মদ ইসাম

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ১০:২১ এএম

আপডেট : ০৫ মার্চ ২০২৩ ১০:৩৮ এএম

ওটা তাহলে শুধু চায়ের কাপে ঝড়!

দ্বিতীয় ওয়ানডেতে সাকিব আল হাসান অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে হাত মিলিয়ে ব্যাটিং প্রান্তে যান। ব্যাটিং বিপর্যয়ে বিধ্বস্ত বাংলাদেশের সংগ্রহ তখন ৩ উইকেটে ৯ রান। দলীয় অবস্থা ভালো না হলেও তাদের জুটি বাঁধার ওই সময়টায় গর্জে ওঠে পুরো গ্যালারি। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটে ৭২তম বারের মতো জুটি বেঁধে ব্যাটিং করেন সাকিব-তামিম। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাদের দ্বন্দ্বের কথা গণমাধ্যমে ফাঁস করে দেওয়ার পর অবশ্য প্রথমবারের মতো জুটি বেঁধে মাঠে নামেন। তাদের জুটি অবশ্য প্রথম ওয়ানডেতেও দেখা যায়। ওই ম্যাচে সাকিব আল হাসানের বলে ক্যাচ নেন তামিম ইকবাল। অন্য সতীর্থদের মতো মাঠেও কথা বলেন। সাকিব-তামিমের এই ঘটনাগুলো সব সময়ই নজরে রেখেছিলেন সাধারণ ক্রিকেটভক্তরা। মাঠে তাদের আচরণে স্পষ্ট বোঝা যাচ্ছিল সাকিব-তামিম অন্যদের মতো বিষয়টিকে এত গভীরে গিয়ে ভাবছেন না। ঘটনাগুলো নিয়েছেন সাধারণভাবে।

বিসিবি সভাপতি গত ২৬ ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারে বলেন, সাকিব-তামিম বেশ কয়েক বছর ধরে পরস্পরের সঙ্গে কথা বলেন না। এরপরেই সেটা হয়ে ওঠে সংবাদমাধ্যমের শিরোনাম। পাশাপাশি তিনি বলেন, বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশ বেশ অস্বাস্থ্যকর।

পাপনের এই বক্তব্যের আগে বেশ কয়েকবারই বাংলাদেশের ড্রেসিংরুমের পরিবেশ খারাপ, এমন কথা শোনা গেছে। সাধারণ লোকজন অবশ্য কখনোই তাদের ওই দ্বন্দ্বের কথা শোনেননি। এমনকি খবরগুলো কখনও প্রকাশ হয়নি। তাদের দ্বন্দ্ব অনেক দিন ধরে চললেও ঘটনার সূত্রপাত কখন ও কীভাবে সেটা অবশ্য জানা যায়নি।

অনেকের বিশ্বাস তামিম ও সাকিবের মধ্যে কখনোই দ্বন্দ্ব ছিল না। তাদের মধ্যে শুধু দূরত্ব তৈরি হয়েছে। এ কারণে তারা এখন একসঙ্গে আড্ডা দেন না। যদিও একসময় তারা খুব ভালো বন্ধু ছিলেন। এমনকি ২০১০ সালে তামিমকে নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি কলাম লেখেন সাকিব।

ইংল্যান্ড সিরিজের আগে ঘটনা প্রকাশ্যে আসার পর সংবাদ সম্মেলনে তামিমের সামনে বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ ছিল। তাদের ওই দ্বন্দ্বের বিষয়ে ভুল কিছু যাতে না ছড়ায় সেইদিকে খেয়াল রাখেন তামিম। বিষয়টি সবার কাছে পরিষ্কার করার জন্য কথা বলেন তামিম। যদিও তামিমের ওই বক্তব্যের পর পাপনের আরও বক্তব্যে বিষয়টি ঘোলা হতে চলছিল।

গত ২৭ ফেব্রুয়ারি বিসিবিপ্রধান সাকিব-তামিম দ্বন্দ্বের ঘটনায় বলেন, তাদের দ্বন্দ্বের কথা তিনি সংবাদমাধ্যম থেকে জেনেছেন। যদিও ২৬ ফেব্রুয়ারি তার সাক্ষাৎকার প্রকাশের আগে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিয়ে গণমাধ্যমে কোনো খবর প্রকাশ হয়নি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে কোনো আলোচনা দেখা যায়নি।

গত ২৭ ফেব্রুয়ারি সাকিব-তামিম দ্বন্দ্বে পাপন বলেন, ‘তিন বছর আগেও আমি ড্রেসিংরুমে কোনো সমস্যা দেখি নাই। এর আগে তো আমি সব সময় দলের সঙ্গেই ছিলাম। ড্রেসিংরুমের পরিবেশ খারাপ, এই কথা বাইরে থেকে শোনা। বেশিরভাগই সংবাদমাধ্যমের কাছে শুনেছি। মিডিয়ার লোকজনই আমাকে এটা বেশি বলেছে।’ এমনকি সর্বশেষ অস্ট্রেলিয়া বিশ্বকাপেও ড্রেসিংরুমে কোনো সমস্যা দেখেননি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও ড্রেসিংরুমের পরিবেশ ভালো ছিল। যখন সমস্যার কথা শুনেছি, তখন তামিম বলেছে, সমস্যা থাকলেও মাঠের ক্রিকেটে এর কোনো প্রভাব পড়বে না। যেটা আমি সাক্ষাৎকারেও বলেছি। তামিমও সেই কথাই (সংবাদ সম্মেলনে) বলেছে।’

নাজমুল হাসান পাপনের মতে, তার সাক্ষাৎকারের পর খেলোয়াড়দের মধ্যে থাকা অস্বস্তি কমে আসবে। বিষয়টি একপাশে সরিয়ে তিনি ক্রিকেটে মনোযোগ ফেরাতে চান। যদিও বিষয়টি সবার সামনে তিনিই তুলে ধরেছেন।

তিনি বলেন, ‘মিডিয়ার সবাই বিষয়টি জানে। তারাই আমাকে এটা বলে। এই রকম গুঞ্জন থাকুক সেটা আমি পছন্দ করি না। এটা সবাইকে অস্বস্তি দিচ্ছে। এমনকি খেলোয়াড়দেরও।’

তিনি আরও বলেন, ‘আমি অনেক দিন ধরে শুনছি ড্রেসিংরুমের পরিবেশ খারাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমি এই সমস্যা দেখি নাই। তবে নিশ্চয় কিছু ঘটেছে। আমি জানতাম তামিম-সাকিব খুবই ঘনিষ্ঠ বন্ধু।’

‘ওদের মধ্যে নিশ্চয় কিছু ঘটেছে যেটা ড্রেসিংরুমের পরিবেশ অস্বাস্থ্যকর করে তুলেছে। অন্য খেলোয়াড়রা তাদের সঙ্গে কথা বলতে অস্বস্তি বোধ করে। তারা মনে করে সাকিব ভাইয়ের সঙ্গে কথা বললে ভাববে; তার দলের। একইভাবে তামিমের সঙ্গে কথা বললে ভাববে; তার দলের।’

যাই ঘটুক সাকিব-তামিম বিসিবিপ্রধানকে নিশ্চিত করেছেন তাদের সম্পর্ক খারাপের বিষয়টি খেলায় প্রভাব ফেলবে না। সাকিব-তামিমের মধ্যে থাকার দ্বন্দ্ব কী নিয়ে সেটা সম্পর্কে অবগত নন বিসিবিপ্রধান, ‘আমি জানি না ওদের মধ্যে কী হয়েছে।’ এমনকি সমস্যা সম্পর্কে জানতেও চাননি, ‘আমি তাদেরকে সমস্যার কথা জিজ্ঞাসাও করি নাই। তারা আমাকে জানিয়েছে, খেলায় প্রভাব পড়বে না। এতেই আমার অর্ধেক কাজ শেষ। তারা অনেক দিন ধরে খেলছে। তামিম ভারত সিরিজে খেলেনি। টি-টোয়েন্টিতে তামিম খেলে না। আমার মনে হয় না কোনো সমস্যা আছে। তারা পেশাদার ও পরিপক্ব। দলের জন্য ক্ষতিকর কিছু করবে না।’

এসব ঘটনার পর গত ২ মার্চ দ্বিতীয় ওয়ানডের আগে দলের সঙ্গে দেখা করতে হোটেলে যান নাজমুল হাসান পাপন। শুধু সাকিবের সঙ্গে দেখা করতে গেলেও সেখানে তার দেখা পাননি। এই ঘটনায় পাপনের ভাষ্য ছিল, ‘শুধু এই কারণেই (সাকিবের সঙ্গে দেখা করতে) এসেছি। প্রথমবার হোটেলে এসে সাকিবের সঙ্গে দেখা হয়নি। তাই সাকিব আমাকে দেখা করতে বলেছিল। তাই হোটেলে এসে আমি দলকে সাহস দিতে চেয়েছি। সাকিবের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। হোটেলে এসেছি শুনে সে আমাকে ফোন দিয়ে জানায় সে বাইরে আছে।’

দ্বিতীয়বারও দেখা না হওয়ায় ফোনে কথা বলে নেবেন বলেও জানান পাপন। ‘আমাকে সে জানায় “৯টার পরে আসেন।” আমি বলি, “দেখো, যেহেতু তুমি ব্যস্ত কোনো সমস্যা নেই। আমার বেশি কিছু বলার নাই।” আমি শুধু কথা বলতে এসেছি। তাদের সঙ্গে অল্প কথা বলেছি।” আমি তার সঙ্গে রাতে ফোনে কথা বলে নিব।’

সাকিবের দেখা পাওয়ার ঘটনার পরদিনই দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ। দলীয় বিপর্যয়ের পর তামিম-সাকিব জুটি দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে জেতাতে পারেনি। তারা চতুর্থ উইকেট জুটিতে যোগ করে ৭৯ রান। ইংলিশদের দেওয়া ৩২৭ রানের লক্ষ্যে তাড়া করতে তাদের আরও বেশি সময় উইকেটে থাকা দরকার ছিল। যেটা তারা পারেনি। দ্বিতীয় ওয়ানডে হেরে সাত বছর পর বাংলাদেশ ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারের স্বাদ পায়। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড সাদা বলের ক্রিকেটে দারুণ দল, এমনকি উপমহাদেশেও। এমন গুরুত্বপূর্ণ সিরিজের আগে সাকিব-তামিম দ্বন্দ্বের কথা সামনে আসে। তারা ব্যাটিংয়ে নামেন, একসঙ্গে ব্যাটিং করেন। বিষয়টি শুধু ঝড় তুলেছে চায়ের কাপে।

মোহাম্মদ ইসাম: জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা