× ই-পেপার প্রচ্ছদ জাতীয় রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত ফিচার শিল্প-সংস্কৃতি ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ কনভার্টার

দ্রুততম গোল এবং আর্সেনালের প্রত্যাবর্তনের গল্প

প্রবা প্রতিবেদন

০৫ মার্চ ২০২৩ ১২:০১ পিএম

লিগ টেবিলের তলানির এএফসি বোর্নমাউথের কাছে বুঝি পয়েন্ট খোঁয়াতে যাচ্ছে আর্সেনাল—শনিবার প্রিমিয়ার লিগের শীর্ষ দলটি নিয়ে এমন ভবিষদ্বাণী ফলে গেলে অবাক হবার কিছু থাকত না। নিজেদের মাঠে ৬২ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে ছিল মিকেল আর্তেতার শিষ্যরা। খেলার দশ সেকেন্ডের মাঝে গোলও খেয়ে বসে। তবে দ্রুততম গোলের রেকর্ড গড়েও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বোর্নমাউথকে।

এমিরেটস স্টেডিয়ামে বল দখল, আক্রমণ কিংবা গোলে শট—সব বিভাগে শীর্ষ দলের মত খেলেছে আর্সেনাল। গানাররা লিখেছে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প। ৬২ মিনিটে থমাস পার্টের গোল দিয়ে শুরু, ৮ মিনিট পর বেন হোয়াইটে সমতা। এবং যোগ করা সময়ের শেষ দিকে রেসিস নেলসন আনেন গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।

আরও পড়ুন: ক্যাসল দুর্গ জিতে গার্দিওলা বললেন, চোখ অ্যানফিল্ডে

প্রত্যাবর্তনের এমন গল্প লেখার আগে দুর্দান্ত শুরু আনেন ফিলিপ বিলিং। রেফারি খেলার বাঁশি বাজানোর সেকেন্ডের মাঝে আক্রমণে ওঠে বোর্নামাউথ। এক, দুই করে তিন পাসে বল আসে আর্সেনাল ডিবক্সে। সেখানে দারুণ এক টোকায় বল জালে জড়ান ড্যানিশ মিডফিল্ডার, গড়েন লিগে দুর্দান্ত এক রেকর্ড। সময়ের হিসেবে ফিলিপের গোলটি আসতে লেগেছে ৯.১১ সেকেন্ড। যা প্রিমিয়ার লিগ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম গোল।

লিগে সবচেয়ে দ্রুত গোল করার রেকর্ডটি ধরে রেখেছেন শেন লঙয়ে। আইরিশ ফরোয়ার্ড ২০১৯ সালে সাউদাম্পটনের হয়ে ওয়াটফোর্ডের বিপক্ষে গোল করেন ৭.৬৯ সেকেন্ডে। দ্রুততম গোলের তালিকায় দুইয়ে ফিলিপ। যদিও শেষ পর্যন্ত ড্যানিশ তারকার রেকর্ডের রাতটা রাঙাতে ব্যর্থ হয়েছে অবনমন অঞ্চলে থাকা বোর্নমাউথ। ৬২ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে থাকা গানাররা ঘুরে দাঁড়িয়ে শেষমেশ আনে ৩-২ গোলের জয়। তিন পয়েন্টের কল্যাণে টেবিলের দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির থেকে ৫ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে মিকেল আর্তেতার শিষ্যরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা