× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহামেডানে ইতি টানবেন আশরাফুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ১৬:৩৯ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৩ ১৭:১১ পিএম

মোহামেডানে ইতি টানবেন আশরাফুল

বয়স ৩৯ ছুঁইছুঁই হলেও এখনও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার আশরাফুল এবার ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। শেষ মৌসুমে খেলবেন ঐতিহ্যবাহী মোহামেডানের হয়ে। গতকাল দলটিতে নাম লিখিয়ে ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানানোর সিদ্ধান্ত জানান আশরাফুল।

চতুর্থবারের মতো মোহামেডানে নাম লেখান মোহাম্মদ আশরাফুল। এর আগে তিন দফায় চারবার সাদা-কালো শিবিরে ছিলেন। সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে মোহামেডানের শিরোপাজয়ী দলেও ছিল আশরাফুলের নাম। এবারও ডিপিএল শিরোপা জিতে বিদায় জানানোর আশা তার।

মোহাম্মদ আশরাফুল বলেন, ‘এই মৌসুম খেলেই বিদায় নেওয়ার ইচ্ছা। এ বছর ঢাকা লিগ পুরোপুরি ভালোভাবে খেলে দলকে চ্যাম্পিয়ন করে শেষ করার ইচ্ছা। যেহেতু ছোট থেকেই মোহামেডানের সমর্থক, তাই ইচ্ছা ছিল যেন মোহামেডান থেকে শেষ করতে পারি।’ মোহামেডানে নাম লেখানো আশরাফুল এবার দলটিতে যোগ দিয়েছেন অনেক আশা নিয়ে। সেটাও লুকাননি তিনি। আশরাফুল বলেন, ‘এবার ক্যারিয়ারের বিদায়ী বছরেও অনেক আশা নিয়ে মোহামেডানে এসেছি।’

সর্বশেষ ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট খেলা মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের হয়ে খেলেছেন ৬১ টেস্ট, ১৭৭ ওয়ানডে ও ২৩টি-টোয়েন্টি ম্যাচ। এ সময় তার ব্যাটে এসেছে মোট ৬ হাজার ৬৫৫ রান। ৯ সেঞ্চুরির পাশাপাশি এসেছে ৩০ হাফ সেঞ্চুরি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা