প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ১৬:৫৩ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৩ ১৭:১৮ পিএম
সেপ্টেম্বরে নারী পিএসএল শুরুর আগে নারী দিবস উপলক্ষে তিনটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছে পিসিবি। দেশিবিদেশি তারকা ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়েছে। ওই ম্যাচ খেলতে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশি পেসার জাহানারা আলম।
আগামী ৮, ৯ ও ১১ মার্চ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আয়োজিত হবে এই তিন প্রদর্শনী ম্যাচ। একই তারিখে একই ভেন্যুতে আয়োজিত হবে পিএসএলের ম্যাচ। তাই স্থানীয় সময় বেলা দুটায় আয়োজন করা হবে এই তিন ম্যাচ।
প্রদর্শনী ম্যাচে জাহানারা আলমের দল সুপার ওমেন। দলটির নেতৃত্বে থাকবেন পাকিস্তানি ক্রিকেটার নিদা দার। এই তিন ম্যাচে সুপার ওমেনের প্রতিপক্ষ অ্যামাজনস। এই দলের নেতৃত্বে থাকবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বিসমাহ মারুফ।
জাহানারা ছাড়াও লরা উলভার্ট, লিয়া তাহুহুর মতো বড় বড় নারী ক্রিকেট তারকারাও থাকবেন এই ম্যাচে। পাকিস্তান জাতীয় দলের পাশাপাশি তরুণ নারী ক্রিকেটারদেরও রাখা হয়েছে দুই দলের স্কোয়াডে।