× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাধার অভিযোগে বগুড়া থেকে সরেছে বিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ১৩:০৯ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৩ ১৩:০৯ পিএম

বাধার অভিযোগে বগুড়া থেকে সরেছে বিসিবি

দীর্ঘদিন বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন না করলেও মাঠটি ছিল বিসিবির অধীনে। মাঠ ব্যবহারে বাধা পাওয়ায় মাঠটি জাতীয় ক্রীড়া পরিষদের কাছে হস্তান্তর করেছে বিসিবি। ইতোমধ্যেই সেখানে থাকা লোকবল ও যন্ত্রপাতি ঢাকায় ফিরিয়ে এনেছে বিসিবি। বাধা পাওয়ার বিষয়টি গতকাল আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

বিসিবির অভিযোগ, মাঠটি তাদের জন্য বরাদ্দ থাকায় তারা এটি ব্যবহারে অগ্রাধিকার পাবেন। তবে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব সূচির কারণে সেই সুযোগ পাচ্ছিল না বিসিবি। নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা ভেন্যুটা ব্যবহার করি, রক্ষণাবেক্ষণ করি, অগ্রাধিকার আমাদের। জাতীয় ক্রীড়া পরিষদের পত্রমতে সম্পূর্ণ দায়দায়িত্ব আমাদের। জেলা ক্রীড়া সংস্থার কোনো সুযোগ নেই। জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের দিয়েছে, আমরা বিরতিহীনভাবে ব্যবহার করব।’

আরও পড়ুন: রেকর্ড গড়ে সালাহ বললেন, এটা অবিশ্বাস্য

অগ্রাধিকার ভিত্তিতে আগে ব্যবহারের কথা থাকলেও তা পাচ্ছিল না বিসিবি। সেটা জানিয়ে সুজনের ভাষ্য, ‘অন্য ভেন্যুগুলো আমরা বিরতিহীনভাবে ব্যবহার করছি। এই ভেন্যু ব্যবহারে নানা সময় প্রতিবন্ধকতা আসে। স্থানীয়ভাবে নানা কার্যক্রম দেয়। ফলে আমাদের নির্ধারিত কার্যক্রমগুলো আয়োজনে সমস্যা তৈরি হয়েছিল এবং হচ্ছে।’

এর ফলে শেখ কামাল যুব ক্রিকেট টুর্নামেন্টও সেখানে আয়োজনে ব্যর্থ হয়েছিল বিসিবি। সেটা উল্লেখ করে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘শেখ কামাল যুব ক্রিকেট লিগের নির্ধারিত ভেন্যু ছিল শহীদ চান্দু স্টেডিয়াম। দলগুলোকে রিপোর্ট করার কথা জানানোর পর স্থানীয়ভাবে জানানো হয় সেখানে একটি স্থানীয় ক্রিকেট লিগ করা হবে। পরে রাজশাহীতে সেটা আয়োজন করা হয়।’

শেখ কামাল যুব ক্রিকেট লিগের নির্ধারিত ভেন্যু ছিল শহীদ চান্দু স্টেডিয়াম। দলগুলোকে রিপোর্ট করার কথা জানানোর পর স্থানীয়ভাবে জানানো হয় সেখানে একটি স্থানীয় ক্রিকেট লিগ করা হবে। পরে রাজশাহীতে সেটা আয়োজন করা হয়

আরও পড়ুন: ইউনাইটেডের জালে গোলবন্যার রাতে পাঁচে লিভারপুল

মাঠের রক্ষণাবেক্ষণ ও সব ধরনের খরচ দেওয়ার পরও ব্যবহারের যথেষ্ট সুযোগ না পাওয়ায় জনবল ও যন্ত্রপাতি ঢাকায় ফিরিয়েছে বিসিবি। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদকে জানিয়ে দিয়েছে তাদের অসুবিধার কথা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা