প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) কি লিওনেল মেসি থাকবেন? উত্তরটা আসলেও কারোর জানা নেই। ফরাসি জায়ান্ট ক্লাবটির সঙ্গে আর্জেন্টাইন ফুটবল জাদুকরের চুক্তি নবায়নে কোনো অগ্রগতি নেই বললেই চলে। এই সুযোগে ফুটবল সুপারস্টারকে টানতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। এ জন্য যা করার দরকার তার সব কিছুই করতে চায় মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ। আর্জেন্টাইন ক্যাপ্টেন ও তার পরিবারের সব চাহিদা মেটাতে প্রস্তুত এমএলএসপ্রধান।
আগামী গ্রীষ্মকালীন ট্রান্সফারে মেসিকে পেতে চায় যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি। এজন্য ক্লাবটিকে সহায়তা করতে চায় এমএলএস। এর আগে যুক্তরাষ্ট্রে খেলার ইচ্ছার কথা জানিয়ে ছিলেন বিশ্বকাপজয়ী মেসি। সেই সূত্র ধরেই যত জল্পনা তৈরি হয়েছে ফুটবল দুনিয়ায়- ফুটবল ক্যারিয়ারটা মেসি শেষ করতে পারেন যুক্তরাষ্ট্রেই। সম্প্রতি আর্জেন্টিনায় মেসির শ্বশুরের দোকানে হামলা করেছে দুর্বৃত্তরা। সঙ্গে মেসিকে হুমকি দিয়ে গেছে হামলাকারীরা। এ কারণে আর্জেন্টিনায় বাল্যকালের ক্লাবে মেসির ফেরার সম্ভাবনা দেখছেন না অনেকে। এ জন্যই এমএলএস কর্তৃপক্ষের আগ্রহটা বেড়ে গেছে।
আগামী গ্রীষ্মেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। ফরাসি চ্যাম্পিয়নরা মেসিকে রেখে দিতে চায় মনে-প্রাণেই। মেসিও আনুষ্ঠানিকভাবে ক্লাব বদলের কথা এখনও জানাননি। মেসির এজেন্টের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে পিএসজি কর্তৃপক্ষ। কোনো কারণে সেই চুক্তি আলোর মুখ না দেখলে মেসিকে ছিনিয়ে নিতে উঠে-পড়ে লাগবে মেজর লিগ সকার কর্তৃপক্ষ। নতুন চুক্তি না হলে পিএসজি ছাড়তে পারেন মেসি।
মেসিকে ব্যাপারে নিজেদের পরিকল্পনা নিয়ে এমএলএসপ্রধান ডন গার্বার বলেন, ‘মেসি বিশ্বসেরা খেলোয়াড়। ইতিহাসের সবচেয়ে ভালো ফুটবলারের সঙ্গে চুক্তি করতে হলে ভিন্নভাবেই চিন্তা করতে হবে। শোনা যাচ্ছে মিয়ামির সঙ্গে মেসির কথা চলছে। মেসি সত্যিই খেলতে এলে মেজর লিগ সকারের জন্য দারুণ ব্যাপার হবে। মেসি ও তার পরিবারের দারুণ অভিজ্ঞতা হবে। মেসিকে পেতে সব কিছু করতে প্রস্তুত আমরা। যত দূরই হোক আমরা দৌড়াব। এখনই এর চেয়ে বেশি কিছু আমার পক্ষে বলা সম্ভব নয়।’
মেসির সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে গার্বার বলেন, ‘মেসির সঙ্গে এমন চুক্তি করতে হবে, যা তার সব ক্ষতি পুষিয়ে দেবে। তার পরিবারের ইচ্ছা পূর্ণ হবে।’ আগামী মৌসুমে মেসি কি সত্যিই যুক্তরাষ্ট্রে খেলতে যাবেন? এ নিয়ে নিশ্চিত নন গার্বার, ‘সত্যি বলতে এখনই এ নিয়ে কিছু বলা সম্ভব নয়। হলেও বিষয়টা শুধু অর্থনির্ভর হবে না।’
২০২৪ সালে স্পেনের ক্লাবটি ১২৫ বছর পূর্ণ করবে। তাই চিড় ধরা সম্পর্ক জোড়া লাগিয়ে ঘরের ছেলেকে ঘরে ফেরাতে মরিয়া বার্সা। এ মেগাস্টারকে সংবর্ধনা দিতে একটি বিশেষ ম্যাচের আয়োজন করতে চায় কাতালান ক্লাবটি।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.