× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশমকে নিয়ে সব প্রশ্নের উত্তর দেবেন বেনজেমা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১১:৫২ এএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ১১:৫২ এএম

দেশমকে নিয়ে সব প্রশ্নের উত্তর দেবেন বেনজেমা

ফাটা কপাল বুঝি একেই বলে। ২০১৮ বিশ্বকাপে তাকে দলে রাখেননি দিদিয়ের দেশম। নয়তো বিশ্বকাপজয়ী ফুটবলার টাইটেলটা থাকতে পারত তার নামের পাশেও। তবে ২০২২ বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন তিনি। তার আগে রিয়াল মাদ্রিদকে একগাদা ট্রফি জিতিয়ে নিজে জিতেছেন ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর। তাকে ঘিরেই টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখছিল ফ্রান্স। কিন্তু এবারও পারেননি তিনি। বিশ্বকাপে মাঠে নামার আগ মুহূর্তে চোটে ছিটকে যেতে হলো তাকে। এরপর অবশ্য চোট কাটিয়ে ফিরতে চেয়েছিলেন। তবে সেখানেও বাধ সাধে দেশম। এরপর আর দেশের হয়ে মাঠে নামার কথা ভাবেননি তিনি। অভিমানে অবসর বলেদেন। বলছিলাম করিম বেনজেমার কথা।

সম্প্রতি দেশমের বিরুদ্ধে মিথ্যাচারে অভিযোগ এনেছেন বেনজেমা। সময় সুযোগ মতো দেশমও উত্তর দিচ্ছেন তাকে নিয়ে। দু’জনার দ্বন্দ্বটা চলমান। এর মধ্যেই ফের দেশমের বিষয়ে মুখ খোলার ঘোষণা দিয়েছেন বেনজেমা। রবিবার ইনস্টাগ্রাম পোস্টে বেনজেমা তার ভক্তদের জানিয়েছেন, কাতার বিশ্বকাপে চোট পাওয়ার পর তার সঙ্গে কী হয়েছিল সে সম্পর্কে সব প্রশ্নের উত্তর দেবেন তিনি। পোস্টে তিনি লেখেন, ‘আমি জনগণের সব প্রশ্নের উত্তর দেব।’

এর আগে, দেশম বেনজামার চোট প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘তিনি আমাকে বলেছিলেন যে তিনি মারা যাচ্ছেন। যার ফলে আপাতত অনুশীলন করতে পারবেন না তিনি। ১০ ডিসেম্বরের আগে প্রশিক্ষণে প্রত্যাবর্তন করতে পারেনি সে। কাজেই সামাজিক নেটওয়ার্কগুলিতে তার বিবৃতি দিয়ে চলে যাওয়ার বিষয়ে আমি হতাশ।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রায় ২০ মিনিট একসাথে ছিলাম। আমি চলে যাওয়ার পরে, আমি তাকে বলেছিলাম, করিম, কোনও তাড়া নেই। আপনি টিম ম্যানেজারের সাথে আপনার ফেরার আয়োজন করুন। আমি যখন জেগে উঠি, আমি বুঝতে পারি সে চলে গেছে। এটা তার সিদ্ধান্ত, আমি তাকে বুঝি এবং সম্মান করি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা