বায়োপিক হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে। এ খবরটা নিশ্চিত। তবে ভারতের সাবেক এই অধিনায়কের চরিত্রে কে অভিনয় করবেন সেটাই যে এখনও চূড়ান্ত হয়নি। রুপালি পর্দার সৌরভ গাঙ্গুলিকে নিয়ে শোনা যাচ্ছে নানান কথা।
এর আগে খবর বেরিয়েছিল ক্রিকেট মহারাজার চরিত্রে সিনেমার পর্দায় দেখা যাবে জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর কাপুরকে। কিছুদিন যেতে না যেতে সে খবরও উবে গেছে। এখন ছড়িয়ে পড়েছে নতুন খবর।
আরও পড়ুন : সিলেটে দলের অনুশীলনে সাকিব
এখন শোনা যাচ্ছে টলিউড থেকে বাছাই হবে অভিনেতা। সৌরভের রূপে দেখা যাবে যশ দাশগুপ্তকে। এ নিয়ে সৌরভের সঙ্গে বৈঠকও করেছেন পশ্চিমবঙ্গের এই নায়ক। বিসিসিআইয়ের সাবেক এই সভাপতি কথা বলেছেন নায়িকা নুসরাত জাহানের সঙ্গেও।
বুধবার সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলছিল দিল্লি ক্যাপিটালসের অনুশীলন। সেখানে সৌরভের সঙ্গে দেখা করতে হঠাৎই হাজির হন যশ ও নুসরাত। এর পর থেকে সৌরভের বায়োপিকের সঙ্গে যশকে নিয়ে নানান খবর উড়ে বেড়াচ্ছে গণমাধ্যমের আকাশে।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.